|
এই সংখ্যায় ‘দূর দ্বীপের দেশে’ |
ভূগোল অনুযায়ী পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। জল দিয়ে ঘেরা স্থল ভাগকে দ্বীপ বলা হয়। দ্বীপ শব্দের অর্থ দুই দিকে অপ অর্থাত্ জল। নানা ভাবে দ্বীপের সৃষ্টি হতে পারে। ভূগোলের লেবু না কচলে দ্বীপের সৌন্দর্য উপভোগ করাকেই শ্রেয় বলে মনে করেন অনেকে। আর সেই তাঁরাই বেরিয়ে পড়েন পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা দ্বীপের সুন্দর-রস সংগ্রহ করতে। দ্বীপ মানেই যে সমুদ্র ঘেরা হবে তার কোনও নির্দিষ্ট ব্যাকরণ নেই। হ্রদ বা নদীর জলেও বন্দি থাকতে পারে স্থল ভাগ। যেমন, থাউজ্যান্ড আইল্যান্ড। কানাডা এবং উত্তর আমেরিকার অনেকটা অঞ্চলজুড়েই এই দ্বীপের অবস্থান। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট আন্তর্জাতিক সেতু। দৈর্ঘ্য মাত্র দশ ফুটের কাছাকাছি। দু’টি ছোট দ্বীপকে এই সেতু জুড়েছে যাদের একটি কানাডায়, অন্যটি উত্তর আমেরিকার অন্তর্গত। দ্বীপ দু’টির নাম জাভিকন আইল্যান্ড এবং লিটল জাভিকন আইল্যান্ড। অন্য দিকে ইন্দোনেশিয়াকে দ্বীপের সমাহার বলা হয়। ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দ্বীপ এখানে। তবে তার মধ্যে বালি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রাকৃতিক বৈচিত্রের পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর, তারকা হোটেল, মোটেল, ক্যাসিনো-সহ রয়েছে নানান সুবিধা। এই সংখ্যায় আপনার কলমে ‘থাউজ্যান্ড আইল্যান্ড’ এবং ‘বালি’র বর্ণনা। সঙ্গে ফোটো শপে আরও এক আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র ‘গোয়া’র গল্প। |
|
|
|
|
|
|
|
|
|
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১
ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com |
|
|
|
|
|