মিঠে শীতে পায়েস পিঠে
শীত পড়তেই বাঙালির পিঠেপুলি উত্সবের সূচনা হয়েছিল। মকর সংক্রান্তি শেষে এই ভরা মাঘে সে উত্সবে জোয়ার আনতে স্বাদবদল-এর বিশেষ উদ্যোগ।

সূর্যমুখী পিঠে
উপকরণ

ময়দা: দেড় কাপ নারকেলের দুধ: ৩-৪ টেবল চামচ আইসিং শুগার: ১/২ কাপ কেশর ভেজানো দুধ: ৪-৫ চামচ
কোকো পাউডার: ১/২ টেবল চামচ চিনির ঘন রস: ১ কাপ সাদা তেল: ভাজার জন্য
প্রণালী

খানিকটা ময়দা, নারকেলের দুধ, আইসিং শুগার সব একসঙ্গে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি কেশর ভেজানো দুধ দিয়ে ভাল করে মেখে নিয়ে তেলে বা ঘিয়ে ভেজে নিন।
এটা দিয়ে পুলের পাপড়ি বানান।
বাকি ময়দা কোকো পাউডার ও জল মিশিয়ে মেখে নিয়ে তেলে বা ঘিয়ে ভেজে নিন।
এটি দিয়ে ফুলের মধ্যের অংশ বানান।
দু’টি অংশই ৪-৫ ঘণ্টা রসে ভিজিয়ে রাখুন।
ফুলের আকারে সাজিয়ে সার্ভ করুন।

পুলিপিঠের পায়েস
উপকরণ

সুগন্ধী আতপচাল গুঁড়ো: ২ কাপ ময়দা: ২ টেবল চামচ নুন: সামান্য দুধ: ১ লিটার নারকেল কোরা: ১ কাপ
পাটালি গুড় (গলানো) বা ঝোলা গুড়: ৩৫০ গ্রামছোট এলাচগুঁড়ো: ১/২ চা-চামচ
প্রণালী

জলে নুন দিয় ফোটান।
আঁচ কমিয়ে চালের গুঁড়ো ধীরে ধীরে মেশান।
ক্রমাগত নাড়াচাড়া করে আঁচ থেকে নামিয়ে মেখে রাখুন।
এবার নারকেল কোরা, চিনি, ছোট এলাচের গুঁড়ো, গুড় মিশিয়ে পাক দিয়ে পুর তৈরি করুন।
চালের মণ্ডের বাটি তৈরি করে নারকেলের পুর ভরতি করে পুলির আকারে গড়ে রাখুন।
দুধ ফিটিয়ে একটু ঘন হয়ে এলে পুলিগুলো দিন।
পুলিগুলো ভেসে উঠলে আঁচ কমিয়ে দিয়ে গুড় মেশান।
ছোট এলাচের গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।

চিঁড়ের পুলি
উপকরণ
চিঁড়ে: ২৫০ গ্রাম
ময়দা: ১ কাপ
খোয়াক্ষীর: ১০০ গ্রাম
নারকেল কোরা: আধ মালা
চিনি: ১০০ গ্রাম
ছোট এলাচগুঁড়ো: ২টো
ঘি/সাদা তেল ভাজার জন্যে: পরিমাণমতো
সাদা তিল: ৫০ গ্রাম
প্রণালী
নারকেল, খোয়াক্ষীর ও চিনি এক সঙ্গে বেটে নিন।
আঁচে কড়াই বসিয়ে এই মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে পাক দিন। আঠা আঠা হলে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসলে বুঝবেন পাক হয়ে গেছে।
ছোটএলাচগুঁড়ো মিশিয়ে রাখুন।
চিঁড়ে গরম জলে ধুয়ে মণ্ড তৈরি করুন। চিঁড়ের মণ্ডতে ২ বড় চামচ ময়দা মেশান আঁট বাঁধার জন্যে।
এ বার লেচি কেটে বাটির মতো তৈরি করে পুর ভরে পুলির আকারে গড়ে নিন।
এর উপর শুকনো ময়দা ও সাদা তিল ছড়িয়ে দিন।
পুলিগুলি ঘি বা তেলে ভেজে তুলুন।
ক্ষীর রাঙা আলুর পুলি
উপকরণ
রাঙা আলু: ৩০০ গ্রাম চিনি রস করার জন্যে
খোয়াক্ষীর: ১০০ গ্রাম এলাচ দানা: কয়েকটা
ময়দা: ২-৩ টেবল চামচ খাবার সোডা: ১ চিমটে
ঘি: ২ চা-চামচ সাদা তেল: ভাজার জন্যে
বড় এলাচ: কয়েকটা
প্রণালী
চিনির রস করে নিন। খেয়াল রাখবেন চিনির রস যাতে খুব পাতলা বা পুরু না হয়ে যায়।
রাঙা আলু সেদ্ধ করে নিন।
সেদ্ধ রাঙা আলু, ক্ষীর, ময়দা, ঘি, এলাচ দানা মেখে নিন।
এ বার লেচি বানিয়ে প্রত্যেকটার মধ্যে একটা বড় এলাচ পুরে বড়া আকারে গড়ে নিন।
বড়াগুলো তেলে ভেজে নিন।
ভাজা বড়াগুলো রসে ২ ঘণ্টা ডুবিয়ে রাখুন। ভাল করে রস ভিতরে ঢুকে গেলে সার্ভ করুন।
মুগের পিঠে
উপকরণ
মুগ ডাল: ২০০ গ্রাম
চিনির রস: ২ কাপ
ঘি: ২ টেবল চামচ
সাদা তেল: ২ টেবল চামচ
খাবার সোডা: সামান্য
প্রণালী
মুগডাল চার ঘণ্টা ভিজিয়ে রাখুন।
তার পর ডালের জল ঝরিয়ে, শুকিয়ে গেলে ভাল করে বেটে নিন।
ডালবাটায় অল্প একটু খাবার সোডা মিশিয়ে ভাল করে ফেটাতে থাকুন।
কড়াইয়ে ঘি, সাদা তেল এক সঙ্গে মিশিয়ে গরম করে বড়ার আকারে গড়ে ভাজুন।
ভাজা হয়ে গেলে পিঠেগুলো চিনির রসে ডুবিয়ে রাখুন।
রসে ভাল করে ভিজে গেলে পরিবেশন করুন।
স্প্যাগেটি পিঠে
উপকরণ
আতপচালের গুঁড়ো: ২ কাপ
দুধ: ১/২ লিটার
গুড়: ২০০ গ্রাম
জল: অল্প
নুন: স্বাদমতো
প্রণালী
প্যানে জল ফুটিয়ে নুন দিয়ে চালেরগুঁড়ো সেদ্ধ করে নিন।
সেদ্ধ হয়ে গেলে শুকনো করে মেখে নিয়ে বেলে নিন।
বড় রুটির আকার হয়ে গেলে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিন।
দুধ ভাল করে ফুটিয়ে তাতে স্প্যাগেটিগুলো দিন।
এর পর দুধে গুড় দিয়ে ভাল করে ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করতে দিন।
পিঠের সঙ্গে খেজুর সাজিয়ে সার্ভ করুন।

আমসত্ত্বের পিঠে
উপকরণ

আমসত্ত্ব: ২০০ গ্রাম ময়দা: ২ টেবল চামচ দুধ: আমসত্ত্ব ভেজানোর জন্যে ক্ষীর: ১/২ কাপ
চিনি: ৪ টেবল চামচ বড় এলাচগুঁড়ো: ২ চা-চামচ সাদা তেল: ভাজার জন্যে
প্রণালী

আমসত্ত্ব ছোট ছোট চৌকো করে কেটে দুধে ভিজিয়ে রাখুন।
এর পর আমসত্ত্বের টুকরোগুলো ভাল করে চটকে নিয়ে তাতে চিনি, ক্ষীর,
ময়দা আর বড় এলাচেরগুঁড়ো মিশিয়ে একটা গোলা তৈরি করুন।
গোলাটা ভাল করে ফেটিয়ে নিয়ে সাদা তেলে মালপোয়ার মতো করে ভাজুন।
গ্রীষ্মকালে আমের রস দিয়েও এই পিঠে করতে পারেন।

পাক্কাস পিঠে দালিয়ার পুলি
উপকরণ
ময়দা: ১৫০ গ্রাম নারকেলের দুধ: ১ কাপ
চিনির রস: ১ কাপ সাদা তেল: ভাজার জন্য
মোল্ড যে কোনও শেপের জল: পরিমাণমতো
উপকরণ
দালিয়া: ১ কাপ চালেরগুঁড়ো: ১ কাপ
মিষ্টি দুধের ক্ষীর: ১ কাপ এলাচগুঁড়ো: ১/২ চা-চামচ
খেজুরগুড়: ২৫০ গ্রাম দুধ: ১/২ লিটার

প্রণালী
নারকেলের দুধ ফুটিয়ে তাতে ময়দা দিয়ে নাড়ুন।
ময়দা যখন ছেড়ে আসবে তখন নামিয়ে ভাল করে মেখে নিন।

১ ইঞ্চি পুরু করে একটা ময়দার পরত তৈরি করুন।
ময়দা মোল্ড দিয়ে কেটে সাদা তেলে ভেজে নিন।
ভাজা হয়ে গেলে চিনির রসে ভিজিয়ে রেখে সার্ভ করুন।
প্রণালী
দালিয়া এক ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ফেলুন।
চালেরগুঁড়ো সেদ্ধ করে দালিয়া মিশিয়ে ছোট বাটির শেপ বানান।
ক্ষীরের সঙ্গে এলাচগুঁড়ো মিশিয়ে পুর ভরে দালিয়া পুলি গড়ে নিন।
দুধ জ্বাল দিয়ে তার সঙ্গে গুড় দিয়ে ঘন করুন।
ঘন দুধে পুলিগুলো দিয়ে সেদ্ধ করতে দিন।
সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করুন।
সৌজন্য: সানন্দা
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ