সবুজ শ্যামল পৃথিবী...
আর একটু সচেতনতার দাবি
ছবি: সন্দীপ পাল।
দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে বিশ্ব জুড়ে লড়াই শুরু হয়েছে। আমরা মাঝেমধ্যে জুন মাসের প্রথম দিকে দু’একটা গাছ লাগাই, শোভাযাত্রায় সেজেগুজে হাঁটি, আর সভাসমিতিতে গিয়ে পরিবেশ বিষয়ক বক্তৃতা শুনে শপথ নিই— প্রকৃতি আমার মা। তার পর নিয়ম করে সব ভুলে যাই। ডুয়ার্সের জঙ্গল চিরে চলে যাওয়া রেল লাইনে ট্রেনের ধাক্কায় যখন হাতি মারা যায়, তার পর দু’এক দিন আমরা প্রতিরোধ-প্রতিবাদের ঝড় বইয়ে দিয়ে কেমন করে যেন সাইলেন্ট মোডে চলে যাই। নদীতে বিষ ছড়িয়ে ধরা মাছ বাড়িতে প্রতি দিন রসিয়ে রসিয়ে খাই। কিন্তু নদীতে ভেসে ওঠা মরা মাছের ছবি পর দিন সংবাদপত্রের পাতায় যখন দেখি তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্পের আফটার শকের চেয়েও বেশি বিপর্যস্ত হই।
আমরা এটাই ভাবতে অভ্যস্ত যে, এই পৃথিবী শুধুমাত্র আমাদের। সৃষ্টির শুরুতে সবার জন্য এই সবুজ শ্যামল পৃথিবী অবাধ বিচরণভূমি ছিল। তার পর শুধু জ্ঞানের জোরে আমরা বাকি সব অবলা জীবদের তাদের বাস্তুচ্যুত করব এ কী ধরনের জ্ঞান বা শিক্ষা!
প্রায় প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়, জঙ্গল সংলগ্ন লোকালয়ে ঢুকে স্থানীয় মানুষের হাতে মার খেয়ে মারা যাচ্ছে বনের পশু। তার সঙ্গে গ্রামবাসীদের বিবৃতি, ওরা মাঝে মাঝে গ্রামে ঢুকে ফসল খেয়ে নেয় বা গবাদি পশু ধরে নিয়ে যায়। তাই এ বার বাগে পেয়ে সেই জন্তুকে বধ করা হল। সত্যিই উপযুক্ত শাস্তি। এক বার উল্টো করে ভাবুন তো। ওদের বাস ভূমিতে আমাদের অবাধ বিস্তার। ওদের খাবার চলে যাচ্ছে আমাদের পাতে। তা হলে ওই বেচারারা যাবে কোথায়? খাবে কী? আবার আন্তর্জাতিক বাজারে পশুপাখির অঙ্গ প্রত্যঙ্গের দাম এত বেশি যে, চোরাশিকারিদের হাতে বেঘোরে প্রাণ হারাচ্ছে বনের প্রাণী।
এত কথা বলা এই কারণেই যে, মানুষের যে গুণটা থাকা আবশ্যিক, সেই মানবিকতা সত্যিই কি আমাদের আছে? নাকি যত আধুনিক হব আমরা ততই পরিবেশ, জীবজন্তুর প্রতি প্রেম হারিয়ে যাবে, পাল্টে যাবে দৃষ্টিভঙ্গি।
পরিবেশ বাঁচানোর কথা উঠলেই এসে যায় জলাভূমি বা জলাশয়ের কথা। কারণ জলাভূমি হল পরিবেশের ফুসফুস। উত্তরবঙ্গের দিঘির শহর বললে কোচবিহারের কথা মনে পড়ে। কিন্তু জলপাইগুড়ি শহরেও দিঘির সংখ্যাটা নেহাত কম নয়। তবে হ্যাঁ, এখন এগুলো সবই ডোবার চেহারা নিয়েছে। পুরসভার তরফে বছর কয়েক আগে এক বার এগুলোর সংস্কার করা হয়েছিল। এই সব জলাশয়ে দেখা মেলে নানা রকম মাছ, বিভিন্ন কীটপতঙ্গ, সাপ ইত্যাদির। আর আছে এই সব জলজ প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকা এমন অনেক পাখি। অনেক জায়গাতেই এই জলাশয়গুলি ভরাটের চেষ্টা করা হচ্ছে। তা হলে কিন্তু অচিরেই হারিয়ে যাবে এই জলাশয়কে কেন্দ্র করে বেঁচে থাকা বিভিন্ন রকম প্রাণীদের ভবিষ্যত্। এরই পাশাপাশি, ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার পরিবেশ। তাই পরিবেশ দফতর, পুরসভা কর্তৃপক্ষ-সহ সংশ্লিষ্ট সকলের কাছে জলাশয় আর পরিবেশকে বাঁচাতে অবিলম্বে উদ্যোগী হওয়ার আবেদন রাখছি।
সন্দীপন রাহা, জলপাইগুড়ি।
 
শীত-উত্সব
  • দুর্গাপুর লাগোয়া দামোদরের চরে পল্লিশ্রীপল্লিতে গত কয়েক বছর ধরে
    গাঁদা ফুলের চাষ করছেন শ’পাঁচেক চাষি। সেই ফুল বাড়িতে নিয়ে গিয়ে
    মালা তৈরি করে নিজেরাই শহরের বাজারে বিক্রি করেন তাঁরা।
    মা-বাবার সঙ্গে ফুল তোলায় হাত লাগায় খুদেরাও।

  • কালনায় নানা শীতবস্ত্রের সম্ভার সাজিয়ে বসেছে বিক্রেতা।

  • সিউড়িতে রক্ষাকালীর পুজো। এই পুজো
    উপলক্ষে বসে মেলাও। প্রচুর ভক্তের সমাগম হয়।

  • বড় দিনে পর্যটক টানতে দুর্গাপুর সিটি সেন্টারের এক পার্কে চালু হল স্যুইং গ্লাইডার।

  • দুর্গাপুরের বিধাননগরে সেজে উঠেছে গির্জা।

  • শীত পড়তেই বাজারে কমলালেবুর পসরা।

  • বালুরঘাটে কুয়াশা ঢাকা সকাল।

  • পাঁচদিনের বিষ্ণুপুর মেলার আয়োজনে দশাবতার তাসে তুলির টানে মগ্ন শিল্পী।

  • বড়দিন উপলক্ষে চলছে কেক তৈরি বহরমপুরে।

  • সারদাদেবীর ১৬১তম জন্মতিথিতে ভক্তসমাগম।
    ২৪ ডিসেম্বর বাগবাজার মায়ের বাড়িতে।

  • বড়দিনের জন্য সাজছে বর্ধমানের লাকুর্ডিতে গির্জা।

  • পাটিয়ালায় খুদে সান্তারা।

  • বড়দিনে সাজানো হচ্ছে বাঁকুড়া সেন্ট্রাল চার্চ।

  • আলোর সাজ কৃষ্ণনগরের রোমান ক্যাথলিক চার্চে।

  • আগের রাতে যিশুর জন্ম বৃত্তান্ত সাজানো হয়েছে তমলুকের একটি খ্রিস্টান পরিবার।

  • ফালাকাটার কুঞ্জনগর ইকো পার্কে চড়ুইভাতি।

  • বহু ‘মুখে’ সম্মুখে তোমার... শীতের দুপুরে, কলকাতা ময়দানে।

  • কেনাকাটা... পুরসভার উদ্যোগে আয়োজিত আরামবাগ উৎসবে।

  • কুয়াশায় মোড়া সকাল মঙ্গলকোটের রাস্তায়।

  • ঠান্ডা পড়া শুরু হতেই কৃষ্ণনগরে বাড়ছে শীতের পোশাকের চাহিদা।

—নিজস্ব চিত্র।

পরিবেশের ভারসাম্য নষ্ট করে ইতিমধ্যেই পস্তাচ্ছি আমরা। বিশ্ব উষ্ণায়নের ফল হাতেনাতে পেয়েও টনক নড়ে ক’জনের?
ব্যাতিক্রম অবশ্য আছে। আর সেই ব্যাতিক্রমী মানুষদের প্রচেষ্টাকে কুর্নিশ করি আমরা। তাঁদের দলবদ্ধ অথবা ব্যক্তিগত
উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঠক সমক্ষে নিয়ে আসার পরিকল্পনার শরিক হতে চাইলে আমাদের জানান নীচের ঠিকানায়

সংবাদের হাওয়াবদল
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদলআপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ
..