|
|
বর্ধমান |
পরিকাঠামোর অভাবে
ধুঁকছে দুগ্ধ সমবায় |
কেদারনাথ ভট্টাচার্য, কালনা: কোথাও দুধ ঠান্ডা করার যন্ত্র খারাপ, আবার কোথাও নেই পশু চিকিৎসক। পরিকাঠামোর অভাবে ধুঁকছে জেলার দুগ্ধ সমবায়গুলি। সেই জায়গায় বাজার দখল করছে বেসরকারি দুগ্ধ সংস্থাগুলি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নব্বইয়ের দশকের গোড়া থেকে জেলায় দুগ্ধ সমবায় তৈরি শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে সেই উদ্যোগ সফল হয়। এক সময়ে জেলায় দুগ্ধ সমবায় সমিতির সংখ্যা একশো ছুঁয়েছিল। |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: চল্লিশ বছর বয়সে অনেক শখ করে মোটর বাইক কিনেছিলেন কাটোয়া শহরের শ্যামল সাহা। কিন্তু এখন সেই মোটর বাইকই তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, মোটর বাইকের প্রয়োজনীয় কাগজ পাওয়ার জন্য তাঁকে বাড়ি থেকে প্রায় ৫৮ কিলোমিটার উজিয়ে যেতে হচ্ছে দূরে বর্ধমানের আঞ্চলিক পরিবহণ দফতরে (আরটিও)। শুধু তাই নয়, গাড়ি কেনার পরে তিনি জানতে পেরেছেন, গাড়ির কর দেওয়া, ড্রাইভিং লাইসেন্স-সহ গাড়ি সংক্রান্ত সব কাজের জন্যই বর্ধমানে যেতে হবে। |
আশ্বাসই সার, পরিবহণ
দফতর হয়নি কাটোয়ায় |
|
আশ্রমে ঝুলন্ত দেহ মহিলার |
|
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
বিদ্যুৎকেন্দ্রের শুকনো ছাই জমা করতে ব্যবস্থা |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই ফেলে দেওয়া হয় ছাই-পুকুরে। সেখানে তা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, যাতে বাতাসে উড়ে আশপাশের বাসিন্দাদের বিড়ম্বনায় না ফেলে। ‘ফ্লাই অ্যাশ’ ইট বা ব্লক নির্মাতারা সেই ছাই সংগ্রহ করে শুকিয়ে তার পরে তা ব্যবহার করতে পারেন। এ ভাবে ছাই সংগ্রহের অসুবিধা দূর করতে এনটিপিসি-সেল পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (এনএসপিসিএল) দুর্গাপুর স্টিল প্ল্যান্টে তাদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে সরাসরি ইলেকট্রো স্ট্যাটিক প্রসিপিটেটর (ইএসপি) থেকে শুকনো ছাই জমা করার ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে। |
|
বাসের ছাদ থেকে বস্তা পড়ে পা ভাঙল ছাত্রীর |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: স্কুল ছুটির পরে বাস ধরার জন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল দশম শ্রেণির এক ছাত্রী। বাস এসে দাঁড়াতেই আচমকা ছাদ থেকে একটি চালের বড় বস্তা গড়িয়ে পড়ে ওই ছাত্রীর পায়ে। বাঁ পায়ের হাড় ভেঙে যায় মেয়েটির।
সোমবার বিকেলে নিয়ামতপুরের কাছে জি টি রোডের এই ঘটনায় শিউরে ওঠেন সেখানে দাঁড়িয়ে থাকা মানুষজন। ক্ষুব্ধ মানুষজন বাসটিকে আটক করেন। বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও খালাসি। |
|
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|