টুকরো খবর
পরিস্রুত জলের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ
পরিস্রুত পানীয় জলের দাবিতে সোমবার বাঁকোলা কোলিয়ারির চারটে খনির উৎপাদন বন্ধ রেখে প্রায় চার ঘণ্টা ধরে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। বিক্ষোভের নেতৃত্বে ছিল আইএনটিটিইউসি। বিক্ষোভকারীদের অভিযোগ, বাঁকোলা কোলিয়ারির সাড়ে তিনশো খনি কর্মী আবাসন ও অফিসে যে জল পরিশোধনাগার থেকে জল সরবরাহ করা হয় সেই পরিশোধনাগার দীর্ঘ দিন সাফাই করা হয়নি। ফলে তার ভিতরে আর্বজনা জমে গিয়ে পরিশোধন প্রক্রিয়া নষ্ট হয়ে গিয়েছে। ফলে গত সাত দিন ওই পরিশোধনাগার থেকে যে জল পাওয়া যাচ্ছে সেটা পান করার অযোগ্য। তাঁদের আরও অভিযোগ, ওই জল খেয়ে অল্প সময়ের মধ্যেই পেটের রোগের প্রকোপ দেখা দিতে শুরু করেছে। আইএনটিটিইউসি নেতৃত্ব জানিয়েছেন, দ্রুত সমস্যা না মিটলে লাগাতার উৎপাদন বন্ধ রেখে আন্দোলন করা হবে। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নিলাদ্রি রায় জানান, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

চাকরি না মেলায় ক্ষোভ
জমি অধিগ্রহণ করার পরে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়ে গেলেও এখনও প্রায় অর্ধেক জমির মালিক পরিবারের কেউ চাকরি পাননি এই অভিযোগে বিক্ষোভ দেখালেন জমির মালিকেরা। সোমবার এই ঘটনাটি ঘটেছে শোনপুর বাজারি প্রজেক্টের আউটসোর্সিং এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, নিয়ম অনুযায়ী দু’একর জমি দিলে এক জনের চাকরি পাওয়ার কথা। এই প্রজেক্টে ১২০০ জন জমির মালিক মোট ২৪০০ একর জমি দান করলেও এখনও পর্যন্ত মাত্র ৬৫২ জনের চাকরি হয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। বাকি জমিদাতাদের দ্রুত নিয়োগ করার দাবি করেছেন তাঁরা। শোনপুর বাজারি প্রকল্প কর্তৃপক্ষ জানান, নিয়োগ প্রক্রিয়া চলছে। বাকিদেরও নিযোগ করা হবে।

উচ্ছেদের হুমকি, নালিশ জামুড়িয়ায়
প্রায় ৬০ বছর ধরে বসবাসকারী ২২টি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চলছে, এই অভিযোগে শ’দুয়েক গ্রামবাসী জামুড়িয়া পুরসভা এবং জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার। অভিযোগ, ওই ২২টি পরিবার জামুড়িয়ার বাগানধাওড়ায় ইকুইটি কোল কোম্পানির পরিত্যক্ত জমিতে প্রায় ৬০ বছর ধরে বসবাস করছেন। বিএলএলআরও দফতরে ওই জমিটি কোল কোম্পানির নামেই নথিভুক্ত রয়েছে। ওই পরিবারগুলির অভিযোগ, জামুড়িয়া গ্রামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে বলেন, ওই জমি তাদের। এর পরে থেকে বার কয়েক একই ভাবে লোকজন নিয়ে এসে ওই বাসিন্দাদের এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। জামুরিয়া পুরসভার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন,“খনি রাষ্ট্রায়ত্তকরণ হওয়ার আগে ওই এলাকা একটি বেসরকারি কয়লা সংস্থার ছিল বলেই আমরা জানি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত পড়শি
এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা এবং মারধরের অভিযোগ উঠল তাঁর প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডালের হরিশপুর তালডাঙা আদিবাসী পাড়ায়। মহিলার ছেলের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বাড়ির বাকি সদস্যেরা প্রতিবেশীদের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে তাঁদের দুই প্রতিবেশী যুবক ঘরে ঢুকে তাঁর মাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই দুই যুবক মারধরও করে বলে অভিযোগ। রবিবার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত দু’জনেরই নাম বাবলু মাঝি। এসিপি অজয় প্রসাদ বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। দুই অভিযুক্ত পলাতক। তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।”

গাছ কেটে পাচার
গাছ কেটে পাচারের অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের অজয় নদের ধারের কেন্দ্রা গ্রামে। স্থানীয় বাসিন্দা সাধন দাসের অভিযোগ, অজয় নদের সামনে খিরাপুকুরের ধারে বহু পুরনো ১০টি অর্জুন গাছ ছিল। সোমবার গাছ মাফিয়ারা চারটি গাছ কেটে নিয়ে পাচার করেছে। সোমবার পাণ্ডবেশ্বর থানায় ও বিডিও অফিসে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পান্ডবেশ্বর বিডিও দফতর সূত্রে জানানো হয়েছে বন দফতর এবং থানায় পাচারের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

অটো-গিয়ার গাড়ি
গিয়ার-বিহীন স্কুটি ইতিমধ্যেই শহরে বেশ জনপ্রিয় হয়েছে। এ বার অটো-গিয়ার গাড়ি চালু হল দুর্গাপুরে। শনিবার ফরিদপুরের একটি শো-রুমে শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় গাড়ির উদ্বোধন করেন। শো-রুমের সিইও অসিত মুখোপাধ্যায় জানান, নতুন যাঁরা গাড়ি চালাবেন তাঁদের জন্য অটো গিয়ার গাড়ি চালানো সহজতর। প্রথম প্রথম গাড়ির গিয়ার পরিবর্তন করতে গিয়ে অনেকেই আটকে যান। এই গাড়িতে সে সবের বালাই নেই বলে জানান তিনি।

কোথায় কী

কাটোয়া

মাঘী পূর্ণিমা উপলক্ষে কীর্তন, কবিগান ও বাউল গান। পানুহাট। বিকাল ৫টা। উদ্যোগ: মাঘী পূর্ণিমা মহোৎসব কমিটি।

শ্রীল প্রভুপাদ সংকীর্তন পদযাত্রা উৎসব। রেল মাঠ। সারাদিন। উদ্যোগ: ইস্কন, কাটোয়া শাখা।

দুর্গাপুর

চিত্র প্রদর্শণী। সৃজনী। বিকাল তিনটে থেকে ৮টা। উদ্যোগ: দুর্গাপুর চর্চা গ্রুপ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.