পুরুলিয়া-বাঁকুড়া |
জট কাটছে, শুরু দ্বিতীয় পর্যায়ের কাজও |
|
শুভ্রপ্রকাশ মণ্ডল, রঘুনাথপুর: প্রথম পর্যায়ের কাজে প্রশাসনিক সাহায্য না মেলার অভিযোগ তুলে রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বিনিয়োগ ঝাড়খণ্ডে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল ডিভিসি। রাজ্য সরকারের শীর্ষস্তরের হস্তক্ষেপে জটিলতা কাটার লক্ষ্মণ দেখা দিতেই সেই রঘুনাথপুরে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। যে পর্যায়ে বিনিয়োগের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা! |
|
সমীর দত্ত, মানবাজার: শুরু হল নতুন বছর। খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ বা শকাব্দ নয়, নয় কোনও ভিন দেশের নতুন বছর। নয় কোনও সরকারি কর্মসূচিও। ১ মাঘ থেকে শুরু হল নতুন কৃষিবর্ষ। সদ্য মাঠ থেকে তোলা ধান আগামী বছর কী ভাবে মেপে মেপে খরচ করা হবে, গৃহস্থ সেই পরিকল্পনা তৈরি করে এ দিন থেকে নতুন বছরের দিন শুরু করেন। বহু শতাব্দী প্রাচীন আগে শুরু হওয়া এই প্রথা এখনও পালিত হয়ে আসছে পুরুলিয়া জেলায়। |
ধান বিনিময়
করে শুরু কৃষিবর্ষ |
|
টুকরো খবর |
|
বীরভূম |
বধূর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত জ্যোতিষী |
|
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: এ বার বধূর শ্লীলতাহানির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়লেন এক জ্যোতিষী। অভিযোগ, দীপকুমার শাস্ত্রী নামে ওই জ্যোতিষী পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার নামে কলকাতার তিলজলা থানা এলাকার এক বধূর শ্লীলতাহানি করেছেন। ঘটনাস্থল তারাপীঠ। জেরায় ধৃত তাঁর অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। ধৃত জ্যোতিষীর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর থানার দোপুকুরিয়া গ্রামে। কলকাতাতেও তাঁর অফিস রয়েছে। |
|
রসের টানে ভিন জেলায় পাড়ি দেয় মুক্তিনগর |
দয়াল সেনগুপ্ত, খয়রাশোল: বছরের অন্য সময়ের তুলনায় এই সময়টা খয়রাশোলের মুক্তিনগর গ্রামটি কেমন যেন ফাঁকা ফাঁকা। সকাল-বিকেল রাস্তার মোড়ে বা গুটিকয় চা, তেলেভাজার দোকানে তেমন লোকজনের দেখা মেলে না। দেখা মিলবেই বা কী করে। গ্রামের অধিকাংশ বাসিন্দাই যে এখন বাইরে। তাঁরা খেজুর গুড়ের কারিগর। আশ্বিন মাসে গ্রাম, ব্লক, জেলা ছাড়িয়ে এমনকী রাজ্য ছাড়িয়ে ওঁরা পাড়ি দেন ভিন্ন ভিন্ন জায়গায়। |
|
|
টোল, পার্কিং ফি নিয়ে ক্ষোভ কেঁদুলিতে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|