টুকরো খবর
নতুন পরিষেবা
এলাকার বাসিন্দারা যাতে দ্রুত পরিষেবা পেতে পারে, সে জন্য নলহাটি পুরসভা টোল-ফ্রি নম্বর চালু করল। বুধবার নলহাটি ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বর্হিবিভাগের সংলগ্ন মাঠে প্রকল্পের উদ্বোধন করেন পুর-দফতরের পরিষদীয় সচিব তথা লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। পুরপ্রধান রাজেন্দ্রপ্রতাপ সিংহ জানান, ৮০০১২৩১৮৯৯ টোল ফ্রি নম্বরে ফোন করলে পুরবাসীকে দ্রুত পরিষেবা দেওয়া হবে।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
বালি ভর্তি ট্রাক্টরের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার কানিশাইল গ্রামের কাছে। পুলিশ জানায়, ট্রাকের ধাক্কায় ট্রাক্টর থেকে তিন চারজন শ্রমিক পড়ে যায়। তার মধ্যে নজরুল ইসলাম (২৫) নামে একজন শ্রমিক ট্রাকের চাকায় পিষ্ট হন। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান নজরুলের।

জল চেয়ে লাইন
আবেদনপত্র নিতে ভিড়।—নিজস্ব চিত্র।
ইলামবাজারের সভা মঞ্চ থেকে গত বছর নভেম্বরে রামপুরহাটের জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রামপুরহাট পুরসভা নতুন জল প্রকল্পের সংযোগ নেওয়ার জন্য পুরবাসীকে ১০০ টাকা দিয়ে আবেদনপত্র দেওয়া শুরু করল। এদিকে আবেদনপত্র দেওয়া শুরু হলেও পুরবাসী জল কবে থেকে পাবেন, স্পষ্ট ভাবে পুরসভা জানাতে পরেনি। উপপুরপ্রধান অনিন্দ্য সাহা নির্দেশ দেন, যাঁদের পুরকর বাকি আছে, তাঁদেরকে আগে কর পরিষোধ করতে হবে। তবেই জলের সংযোগ নেওয়ার জন্য আবেদনপত্র দেওয়া হবে। ঘণ্টা খানেক পরে প্রাক্তন পুরপ্রধান শুদ্ধোধন বন্দ্যোপাধ্যায় এসে বলেন, শুধুই আবেদনপত্র দিলে চলবে না, জলের সংযোগ বাবদ ৫০০০ টাকাও নিয়ে নেওয়া হোক। এই পরস্পর বিরোধী কথাবার্তায় আবেদনপত্র নিতে এসে ধোঁয়াশায় পড়েন বাসিন্দারা। ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ দত্ত, ৩ নম্বর ওয়ার্ডের গোপীন মুখোপাধ্যায়, ১৭ নম্বর ওয়ার্ডের সঞ্জীব মুখোপাধ্যায়রা বলেন, “বাড়িতে জলের সংযোগ পাব এই আশায় আছি। কিন্ত এখনও বুঝতে পারছি না কবে জল পাব।” ঘণ্টা দেড়েক পরে পুরপ্রধান অশ্বিণী তিওয়ারি এসে বলেন, “যাঁরাই আবেদনপত্র চাইবে, তাঁদের দেওয়া হবে। ৬ ফেব্রুয়ারি থেকে ৫০০০ টাকা জমা নেওয়া হবে। প্রথম দফায় ৫০০০টি বাড়িতে নতুন সংযোগ দেওয়া হবে।”

বিবাদে মৃত্যু
সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল পারিবারিক বিবাদে জখম এক ব্যক্তির। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ৮ নম্বর ওয়ার্ডের কোঁড়া কমিউনিটি শেডে। মৃতের নাম সোমাডি শীণ্ডে (৪২)। বাড়ি মহারাষ্ট্রে। ঘটনায় জখম আরও দু’জন ভর্তি রয়েছেন হাসপাতালে। এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে দুবরাজপুর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সিউড়ি থানা একটি অস্বভাবিক মৃত্যর মামলা রুজু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, বছর তিনেক ধরে দুবরাজপুরের ওই ওয়ার্ডে বসবাস করছে যাযাবর বেশ কয়েকটি পরিবার। মঙ্গলবার রাতে কাজি পাওয়ার নামে একজনের পরিবারে ঘটনাটি ঘটেছে।

অবস্থান-বিক্ষোভ
সারদা ও মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্ত-সহ কয়েক দফা দাবিতে বুধবার সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান-বিক্ষোভ দেখাল কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় অধিকারী বলেন, “১০ দফা দাবিতে আজ, বৃহস্পতিবারও সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান-বিক্ষোভ চলবে। জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হবে।”

সমাবেশ
বিজেপির বীরভূম জেলা কৃষক মোর্চা সংগঠনের ডাকে ‘একতা ভারত’ অভিযানে মঙ্গলবার ২৯টি গ্রামের কৃষকেরা রামপুরহাটের আয়াশ এলাকায় একটি সমাবেশে মিলিত হন। মাঠে লোহা পুজো করা হয়।

কৃষি মেলা
• দুবরাজপুর: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের মেলা। স্থান: মাদৃকসঙ্ঘ সাংস্কৃতিক মঞ্চ।
• খয়রাশোল: বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনের মেলা। স্থান: সেচ বিভাগের মাঠ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.