টুকরো খবর
শ্বশুরবাড়িতে বধূর দেহ, ধৃত স্বামী
শ্বশুরবাড়ি থেকে মিলল এক বধূর দেহ। ঘটনাটি জয়পুর থানার জাহাজপুর গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লতা মণ্ডল (২৩)। তাঁর বাপের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকিয়ারি থানার বুড়দায়। বছর চারেক আগে জাহাজপুরের লাল্টু মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। লতার বাপের বাড়ির লোকজন মঙ্গলবার শ্বশুরবাড়ি থেকে খবর পান, লতাকে অসুস্থ অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। কিন্তু, তাঁরা জয়পুর স্বাস্থ্যকেন্দ্রে এসে মেয়েকে খুঁজে না পেয়ে জাহাজপুরে গিয়ে দেখেন, খাটে লতার দেহ পড়ে রয়েছে। রাতে তাঁরা জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সারা রাত দেহ পাহারায় রেখেছিল। বুধবার জয়পুরের বিডিও মেঘনা পাল পুলিশের সঙ্গে গিয়ে মৃতদেহের সুরতহাল করেন। তার পরে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতার বাবা পশুপতি মণ্ডল পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন যে, টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে মানসিক নিযার্তন চালিয়ে তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলেছে। মঙ্গলবার রাতে দেহ শ্বশুরবাড়িতেই ছিল। বুধবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বছর চারেক বিয়ে হলেও ওই দম্পতি নিঃসন্তান ছিলেন। তা থেকেই ঝামেলার সূত্রপাত। অভিযোগের ভিত্তিতে বধূর স্বামী লাল্টু ও শ্বশুর পরীক্ষিত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

যুবকের দেহ রেললাইনে
রেল লাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল রেলপুলিশ। মঙ্গলবার পুরুলিয়া ও টামনা স্টেশনের মাঝে দেহটি মেলে। রেলপুলিশ জানিয়েছে, মৃতের নাম বাবন আচার্য। ওই যুবকের বাড়ি বাঁকুড়া সদর থানার কাপিষ্টা গ্রামের বাসিন্দা। ওই যুবক ঝাড়খণ্ডের চাণ্ডিলে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রাথমিক তদন্তে রেলপুলিশের অনুমান, কোনও ট্রেন ধরে তিনি বাঁকুড়ায় ফিরছিলেন। চলন্ত ট্রেন থেকে কোনও ভাবে পড়ে তাঁর মৃত্যু হয়। এ দিনই টামনা ও কাঁটাডি স্টেশনের মাঝে বছর চল্লিশের এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করেছে রেলপুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু
বান্দোয়ানে মকর মেলা দেখতে গিয়ে গাড়ি থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃত শুকদেব বাউরি (৪৫) আড়শা থানার আহাড়রা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ওই ব্যক্তি গ্রামের আরও কয়েক জনের সঙ্গে বান্দোয়ানের দুয়ারসিনিতে মকর মেলা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে কুচিয়ার কাছে তিনি গাড়ি থেকে পড়ে যান। তাঁকে প্রথমে বান্দোযান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। রাতেই তাঁর মৃত্যু হয়।

জয়ী আজাদ ক্লাব
মকর সংক্রান্তি উপলক্ষে বাঘমুণ্ডির বাসুডি বিন্দাস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার প্রধান সিংহ মুড়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল। ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনাল ম্যাচে বাঘমুণ্ডি আজাদ ক্লাব বাসুডি বিন্দাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে ব্যাট করে আজাদ ক্লাব ৯৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বাসুডি ৪২ রানে অলআউট হযে যায়। সোমবার থেকে টুর্নামেন্ট শুরু হয়েছিল।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মেজিয়া ৬০ নম্বর জাতীয় সড়কের মেজিয়া ব্রিজের উপর। পুলিশ জানিয়েছে, মৃত ওমনাথ সিংহ (৩৫) গঙ্গাজলঘাটির বাসিন্দা। পুলিশ জানায়, রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় তিনি পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কিছু ক্ষণ গাড়ি চলাচল ব্যহত হয়।

উনুনে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু উপপ্রধানের
খেজুর গুড় তৈরির উনুনে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূলের উপ প্রধানের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের টাটা মেন হাসপাতালে মারা যান রঘুনাথপুর ১ ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় (৩৪)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে রামকানালি গ্রামে বাড়ির অদূরে খেজুর গুড় তৈরির বড় উনুনের সামনে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন শ্রীকান্তবাবু। অসাবধানবশত সেই উনুনের মধ্যেই পড়ে গিয়ে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে নিয়ে যান রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। শ্রীকান্তবাবুর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। সেই রাতেই তাঁকে টাটা মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহিলা ফুটবল
পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হাওড়া মহিলা ফুটবল অ্যাকাডেমি। বুধবার ফুটবল মাঠে টুর্নামেন্টটি হয়। হাওড়া ২-১ গোলে বাংলা মহিলা ফুটবল একাদশকে হারায়।

বাঁকুড়ায় সম্মেলন
‘বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে’-এর প্রথম বাঁকুড়া জেলা সম্মেলন হয়ে গেল সম্প্রতি বাঁকুড়ার বিডিসিসি হলে। উদ্বোধন করেন রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.