সদ্যোজাতের মৃত্যু কাশীপুরে, নালিশ ডাক্তারের বিরুদ্ধে |
|
নিজস্ব সংবাদদাতা, কাশীপুর: সদ্যোজাত সন্তানের মৃত্যুর জন্য স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এবং তদন্ত চেয়ে ব্লক অফিসের বাইরে অবস্থানে বসলেন এক দম্পতি। ঘটনাটি পুরুলিয়ার কাশীপুরের। শুক্রবার সকাল থেকে স্থানীয় কল্লোলী গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী মধুমিতা অবস্থান শুরু করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তদন্তের আশ্বাস দেওয়ায় পরে ওই দম্পতি অবস্থান তোলেন। |
|
নিষেধ উড়িয়ে মেডিক্যালে পার্কিং, সমস্যায় রোগীরা |
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: নিষেধাজ্ঞা উড়িয়ে হাসপাতাল চত্বরে গাড়ি পার্কিং চলছেই। অথচ, চলতি মাসের গোড়ায় রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল চত্বরে চিকিৎসকদের গাড়ি ছাড়া কোনও বেসরকারি গাড়ি থাকবে না, অ্যাম্বুল্যান্সও নয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট সব মহলকে এই সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে। কিন্তু, কে শোনে কার কথা! |
|
|
কর্মীর অভাবেই ভালুকায় তালাবন্ধ পড়ে অন্তর্বিভাগ |
|
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: বছর চারেক আগে ঘোষণা করা হয়েছিল। দেড় বছর আগে ভবন নির্মাণও শেষ। পরিচ্ছন্ন অপারেশন থিয়েটার থেকে প্রশস্ত অন্তর্বিভাগসবই রয়েছে। তবু মালদহের হরিশ্চন্দ্রপুরের ভালুকা হাসপাতালের অন্তর্বিভাগের পরিষেবা চালু হয়নি। এক পাশে বহির্বিভাগ চললেও, অন্তর্বিভাগ তালা বন্ধ থাকে। পরিকাঠামো থাকা সত্ত্বেও অন্তর্বিভাগ চালু না হওয়ার প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দফতর জানাচ্ছে, মূলত কর্মীর অভাবে পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছে না। |
|
দু’টি স্বাস্থ্যকেন্দ্র, ভরসা
প্রায় তিন লক্ষ বাসিন্দার |
বৃহত্তর জঙ্গলমহলে
স্বাস্থ্যশিবির |
|
টুকরো খবর |
|
|