হাসপাতালে গুচ্ছ-প্রকল্পের সূচনা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মহকুমা হাসপাতালে ন্যায্য মূলের ওষুধের দোকান উদ্বোধন-সহ একগুচ্ছ প্রকল্প সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার দুপুরে সংস্কার হওয়া শিশু বিভাগ, নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র, রোগী সহায়তা কেন্দ্র, রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা যোজনা প্রকল্প সূচনা করেন তিনি। বৃহস্পতিবার ধূপগুড়ি হাসপাতালে এ রকম অনুষ্ঠানে মাইক ব্যবহার করার অভিযোগ উঠেছিল। এ দিন আলিপুরদুয়ারে অনুষ্ঠান শুরুতেই মাইক ব্যবহার করতে নিষেধ করে দেন মন্ত্রী গৌতমবাবু। মন্ত্রী বলেন, “ন্যায্য মূলে ওষুধের দোকান থেকে বাসিন্দারা উপকৃত হবেন। তা ছাড়া আলিপুরদুয়ার হাসপাতালে শল্য চিকিৎসকের সমস্যা রয়েছে। দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করা হবে।” আলিপুরদুয়ার শ্মশানে বৈদুতিক চুল্লি বসানোর প্রকল্প দ্রুত শুরু করতে পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক মন্ত্রীর কাছে আর্জি জানান।
|
ছানি নির্ণয় শিবির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
আজ, শনিবার বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি নির্ণয় শিবিরের আয়োজন করেছে দাঁতনের মোগলমারি তরুণ সেবা সঙ্ঘ। শিবিরে সাড়ে তিনশো রোগীর চোখ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। |