বৃহত্তর জঙ্গলমহলে স্বাস্থ্যশিবির
রকারি ঘোষণা আছে। রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকল্প-পরিষেবা। তা সত্ত্বেও পরিষেবা-বৃত্তের বাইরে থেকে যান প্রত্যন্ত এলাকার প্রান্তবাসী মানুষজন। এমনই অসহায় আদিবাসী-মূলবাসী মানুষগুলির কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন জঙ্গলমহলের এক ঝাঁক তরুণ-তরুণী। ‘জঙ্গলমহল ভূমিপুত্র ও কন্যা মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনও গড়ে ফেলেছেন তাঁরা। সংগঠনের সদস্যরা কেউ পেশায় চিকিৎসক, কেউ আবার শিক্ষানবিশ চিকিৎসক কিংবা মেডিক্যাল কলেজের পড়ুয়া। রয়েছেন বিশিষ্ট এক সমাজসেবীও। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই চার রাজ্যের আদিবাসী অধ্যুষিত জঙ্গল-এলাকাকে বেছে নিয়েছেন জঙ্গলমহলের এই ভূমিপুত্র-ভূমিকন্যারা। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী অমল দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা কোনও এনজিও তৈরি করিনি। সংগঠনের নিজস্ব খরচে অবহেলিত মানুষগুলির পাশে আমরা দাঁড়াতে চাইছি। প্রাচীন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মূলবাসী মানুষগুলির মধ্যে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলাটাও আমাদের অন্যতম লক্ষ্য।” একসঙ্গে চার রাজ্যে এই উদ্যোগ কেন? সংগঠনের সম্পাদিকা চিকিৎসক উমা সরেন জানাচ্ছেন, “চার রাজ্যের জঙ্গলখণ্ডের প্রাকৃতিক, সাংস্কৃতিক ও আর্থ সামাজিক বেশ কিছু সাদৃশ্য রয়েছে। আমার সেই ‘বৃহত্তর জঙ্গলমহলের’ দরিদ্র বাসিন্দাদের পাশে দাঁড়াতে চাইছি।”
চিকিৎসক ও ভাবী চিকিৎসদের এই সংগঠনটি প্রথম পর্যায়ে চার রাজ্যের দুর্গম অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যশিবির করার উদ্যোগ নিয়েছে। চিকিৎসক ও শিক্ষানবিশ চিকিৎসকের একটি দল নিয়ে চার রাজ্যের প্রত্যন্ত জঙ্গলমহলে পরিষেবা দানের কাজ শুরু হয়েছে। গত ১ ডিসেম্বর প্রথম স্বাস্থ্য শিবিরটি হয় ওড়িশার বালেশ্বরের কানসা গ্রামে। ওই শিবিরে নীলগিরি অঞ্চলের দশটি গ্রামের প্রায় দু’হাজার বাসিন্দাকে চিকিৎসা করে ওষুধ বিতরণ করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.