বর্ধমান |
তৃণমূলে যোগ না দিলে খুন, হুমকির অভিযোগ বিধায়কের |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: তৃণমূলের নাম করে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কাটোয়ায়। পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর রাত ১১টা নাগাদ রবীন্দ্রনাথবাবুর মোবাইলে ফোন করে ওই হুমকি দেওয়া হয়। এরপরেই কাটোয়া থানার তৎকালীন ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে বিধায়ক ঘটনাটি জানান। কাটোয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। এরমধ্যেই বৃহস্পতিবার কাটোয়া শহরের বারোয়ারিতলায় রবীন্দ্রনাথবাবুর বাড়ির কাছ থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: গত বছরই পরিবহণ মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, জিটি রোডের পারাজ মোড়ে দুর্গাপুর-কলকাতা রুটের এসবিএসটিসি-র বাসগুলি দাঁড়াবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও গত ২৫ অক্টোবর নির্দেশ জারি করেছিল যে ১ নভেম্বর থেকে পারাজ মোড়ে ওই সরকারি বাসগুলি দাঁড়াবে। নিয়মমাফিক টাকা জমা দিয়ে ২৩ অক্টোবর নিযুক্ত হয়েছিলেন এসবিএসটিসি-র এজেন্টও। অথচ স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের পর দিন এসবিএসটিসির-র বাসগুলি পারাজ মোড়ে দাঁড়াচ্ছে না। |
মন্ত্রীর নির্দেশের পরেও
দাঁড়ায় না বাস, ক্ষোভ |
|
ধর্ষণের দায়ে কারাদণ্ড |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
কর্তাদের সামনেই কোন্দল পঞ্চায়েত সদস্যদের |
নীলোৎপল রায়চৌধুরী, অন্ডাল: এলাকাবাসীর অভাব-অভিযোগ শুনতে গিয়েছিলেন প্রশাসনের কর্তারা।
কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দ্বন্দ্বে হই-হট্টগোল চলল বৈঠকে। ঝামেলা-গোলমাল বাধার আশঙ্কায়
বাড়ি ফিরে গেলেন অনেক বাসিন্দা। বুধবার রাতে অন্ডালের উখড়ায় বিশৃঙ্খলার পরে খানিক ক্ষণ সভা চলে।
নাম প্রকাশ না করার শর্তে অনেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন, এমনিতে অভাব-অভিযোগের কথা
কর্তাদের জানানোর সুযোগ মেলে না। বাড়ির কাছেই যখন সেই সুযোগ মিলল,
পঞ্চায়েত সদস্যদের নিজেদের কোন্দলে তা-ও হারালেন অনেকে। |
|
|
|
|