|
|
|
|
জলাশয়ে আবর্জনা, বিপাকে পরিযায়ী, বলছে বন দফতর |
|
সুব্রত সীট, দুর্গাপুর: শীতের শুরুতেই উড়ে আসে শত শত পাখি। গত কয়েক বছর ধরে পরিযায়ীদের নতুন ঠিকানা দুর্গাপুরের সিটি সেন্টারের একটি প্রাচীন জলাশয়। কিন্তু জলাশয়ে যে ভাবে আবর্জনা জমছে, ভবিষ্যতে তাতে আর পরিযায়ী পাখিরা আসবে কি না, সে নিয়ে সংশয়ে বন দফতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলাশয়টি এক সময়ে জঙ্গলে ঘেরা ছিল। নগরায়নের ফলে ধীরে ধীরে আশপাশ ফাঁকা হয়ে যায়। |
|
ভোট শেষেও শহরের মুখ ঢেকেছে পোস্টার-ব্যানারে |
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পুরভোট শেষ। কিন্তু মেদিনীপুর শহরটাকে দেখলে তা বোঝার উপায় নেই। চারদিকে এখনও প্রচারের পোস্টার, ফেস্টুন, ব্যানার। অলিগলি জুড়ে চেন-ফ্ল্যাগ। এর ফলে ছোট-বড় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। ক্ষুব্ধ শহরবাসীর বক্তব্য, শুধু রাস্তা নয়, অনেক জায়গায় মনীষীদের মূর্তিও ফেস্টুন-ব্যানারে ছেয়ে রয়েছে। সমস্যা সমাধানে কিছু কিছু এলাকায় প্রার্থীরাই পোস্টার-ব্যানার সরাতে তৎপর হয়েছেন। |
|
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|