টুকরো খবর
ছায়া গাছ কেটে বিক্রি, অভিযোগ
চা বাগানের ছায়া গাছ কেটে বিক্রি করা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের তুরতুরি চা বাগানে। ক্ষুব্ধ শ্রমিকরা ছায়া গাছ কাটার প্রতিবাদে আন্দোলনে নামায় গাছ কাটা বন্ধ করতে বাধ্য হয়েছেন বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, ছায়া গাছ বিক্রি করার জন্য সরকারি অনুমতি প্রয়োজন। এ ছাড়া ছায়া গাছ বিক্রির টাকা দিয়ে চা শ্রমিকদের ঘর মেরামত সহ বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করার কথা। যদিও প্রতিবছর ছায়া গাছ বিক্রি করা হলেও, সে টাকা যথাযথ খাতে খরচ হচ্ছে না বলে অভিযোগ। চা বাগানের শ্রমিক মঙ্গল গোর, ধুমা খড়িয়ারা অভিযোগ করে জানালেন, “প্রতিটি শ্রমিক আবাসনের অবস্থা বেহাল হ।য়ে পড়েছে। শ্রমিকদের মজুরি, রেশন সঠিক ভাবে দেওয়া হচ্ছে না। তাই ছায়া গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।” সিটুর জলপাইগুড়ি জেলা কমিটির কার্যকরি সভাপতি বিদ্যুত গুণ বলেন, “মালিক পক্ষ ছায়া গাছ বিক্রি করে সে টাকা অন্য ব্যবসায় খাটাচ্ছেন। অথচ সে টাকা শ্রমিকদের স্বার্থে খরচ করার কথা।” তৃণমূল শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দ চৌধুরীও একই অভিযোগ করেছেন। চা বাগানের ম্যানেজার শুভাশিস কর বলেন, “বাগান চালাতে ক্ষতি-ই হচ্ছে। ছায়া গাছ বিক্রি করে সে ক্ষতি পূরণ করা হচ্ছে।”

অসুস্থ দাঁতাল হাতির মৃত্যু
বৃহস্পতিবার সেনা ছাউনির ভিতরে এক দাঁতালের মৃত্যু হল। বুধবার বীরপাড়ার গারো বস্তিতে একটি মাকনা হাতির মৃত্যুর ঘটনা ঘটে। দু’টি হাতির মৃত্যু কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে বন দফতর জানিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রেতি জঙ্গল লাগোয়া ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতর খাবারের খোঁজে ৪০টি হাতির একটি দল ঢোকে। ওই দলের একটি ১৪ বছর বয়সী দাঁতাল অসুস্থ হয়ে পড়ে বলে বন দফতর জানিয়েছে। ভোরবেলা সেনা জওয়ানরা ছাউনির ভেতর হাতির পালটি দেখতে পেয়েছিলেন। সেনা বাহিনী বন দফতরকে খবর দিলে বিন্নাগুড়ি এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা ২ জন চিকিসককে নিয়ে ঘটনাস্থলে যান। চিকিসকরা অসুস্থ হাতিটির চিকিৎসা শুরু করলেও, এ দিন বেলা ১২টা নাগাদ দাঁতালটি মারা যায়। বিন্নাগুড়ির রেঞ্জ অফিসার দিলীপ চৌধুরী বলেন, “কোন অসুখে দাঁতালটি মারা গিয়েছে তা স্পষ্ট নয়। দেহাংশ সংগ্রহ করা হয়েছে সেগুলি পরীক্ষা করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

হাতি থেকে বাঁচতে কুয়োয় ঝাঁপ ঝালদায়
হাতির তাড়া খেয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। বুধবার সন্ধ্যার পুরুলিয়ার ঝালদার হেঁসলা গ্রামের ঘটনা। গত কয়েক দিন ধরেই এলাকায় এক পাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে। তাই ফসল বাঁচাতে বাসিন্দারা খেতে পাহারার ব্যবস্থা করেছেন। ওই দিন পাহারা দেওয়ার সময়ই হাতির দল হানা দেয়। সবাই ছুটে পালালেও ঘল্টু কুইরী নামে এক বাসিন্দা পালাতে পারেননি। প্রাণ বাঁচাতে তিনি কোনও রকমে সামনেই থাকা একটি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়েন। ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে হাতির দল এলাকা ছাড়তেই তিনি কুয়োয় পড়ে থাকা কাঠের টুকরো ধরে উপরে উঠে আসেন। ঝালদার রেঞ্জার সমীর বসু বলেন, “কুয়োর গভীরতা কম ছিল। ওই ব্যক্তি কপালজোরে বেঁচে গিয়েছেন।”

জৈব প্রযুক্তির প্রচারে উদ্যোগ
গত সোমবার শেষ হল ২৪ তম সারা ভারত প্রাণীবিদ্যা কংগ্রেস। গত শনিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী কংগ্রেসের উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের মন্ত্রী রবিরঞ্জন চটোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রদীপ কুমার সুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতন লাল হাংলু, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান আশীসকুমার পানিগ্রাহী-সহ অন্যান্যর। দেশ-বিদেশ থেকে তিনশো বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক ও পড়ুয়ারা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে রবিরঞ্জনবাবু বলেন, “শিল্প, কৃষি, ঔষধ-সহ সর্বত্র জৈব প্রযুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। সাধারণ মানুষের কাছে একে পৌছে দেওয়াই এই কংগ্রেসের উদেশ্য।”

বড়জোড়ায় ফিরল হাতি
বড়জোড়া থেকে সোনামুখীর মানাচর হয়ে বর্ধমানের কাঁকসার রাজবাঁধে ঢুকে পড়া ২০টি হাতির পাল বৃহস্পতিবার সকালে ফিরে এল বড়জোড়ার জঙ্গলেই। মাসখানেক ধরে এই দলটি বড়জোড়ায় রয়েছে। ওই রেঞ্জের আধিকারিক মোহন শীট বলেন, “বুধবার মানাচর থেকে দামোদর পেরিয়ে এই হাতির পাল কাঁকসার রাজবাঁধে ঢুকে পড়েছিল। সারা রাত চেষ্টা করে এ দিন সকালে ফের বড়জোড়ার সাহারজোড়ার জঙ্গলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।” ওই রুট ধরে আসা-যাওয়ার পথে হাতির দলটি তাজপুর, ব্রাহ্মণডিহা, মানাচর-সহ কয়েকটি গ্রামে ধানজমির কিছু ক্ষতি করেছে বলে জানিয়েছেন তিনি।

৭০ বস্তা বিরল কচ্ছপ আটক
বিরাটির কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি লরি থেকে বিরল প্রজাতির ৭০ বস্তা কচ্ছপ উদ্ধার করেছে বিধাননগরের গোয়েন্দা পুলিশ। মহম্মদ সেলিম, মজিদ ও কাদের সিংহ নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় ধৃতেরা জানায়, কিষান নামে উত্তরপ্রদেশের এক ব্যক্তির হয়ে তারা ওগুলি পাচার করছিল। কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কয়েকটি মারা গিয়েছে।

সর্পদষ্টের মৃত্যু
সর্পাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার ঘটনা। মৃতের নাম কালু সরেন (৬৭)। বাড়িতেই তাঁকে সাপ ছোবল মারে। রাতে মালদহ হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে।

কচ্ছপ হাতবদল
যাত্রিবাহী বাস থেকে উদ্ধার ৯টি কচ্ছপকে বৃহস্পতিবার বন দফতরের হাতে তুলে দিল পুলিশ। বুধবার রাতে রঘুনাথপুরে একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ তা আটক করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.