জামিন পেলেন সিভিক পুলিশেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জামিন পেলেন ধৃত ৪৪জন সিভিক পুলিশ। গত ২৬ অক্টোবর শহরের টাউনহলে আচমকা ছাঁটাইয়ের প্রতিবাদে জমায়েত করার সময় বর্ধমান থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। এ দিন ওই সিভিক পুলিশদের আইনজীবি বিশ্বজিৎ দাস বলেন, “এই ৪৪জনের বিরুদ্ধে পুলিশ সরকারি কাজে বাধাদান, পুলিশ অফিসারদের মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা দায়ের করেছিল। বৃহস্পতিবার সিজেএম আদালতের বিচারক সেলিম আহমেদ আনসারি তাঁদের তদন্তকারী অফিসার ডাকা মাত্র হাজির হতে হবে, এই শর্তে জামিন দিয়েছেন।”
|
কৃষি খামারে নানা দাবি
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
কৃষি খামারে মাছ চাষের ব্যাপারে কর্মচারীদের জানানো-সহ ১২ দফা দাবিতে বুধবার মন্তেশ্বর ব্লক কৃষি দফতরে স্মারকলিপি দিল তৃণমূল প্রভাবিত ইউনাইটেড স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। তাঁদের আরও দাবি, সমস্ত প্রকল্পের বিষয়ে কর্মচারীদের জানাতে হবে, কার্যালয়ে অনিয়মিত পিওন আসার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, গুদামঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মীর মাধ্যমে চাষিদের মালপত্র বিলি করতে হবে। সংগঠনের কালনা মহকুমা কমিটির সম্পাদক সত্যজিৎ চৌধুরী জানান, ব্লক কৃষি আধিকারিকের সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনা হয়েছে। তিনি ইতিবাচক আশ্বাস দিয়েছেন। মন্তেশ্বর ব্লকের কৃষি আধিকারিক রঙ্গন বন্দ্যোপাধ্যায় জানান, দাবিগুলি খতিয়ে দেখা হবে। এ দিন সংগঠনের তরফে সহকারী খামার ম্যানেজারকেও ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। কৃষি খামারে নৈশ প্রহরী নিয়োগ, কৃষি খামারে যাতায়াতের জন্য রাস্তা ও কালভার্ট তৈরির মতো কিছু বিষয়ের উল্লেখ ছিল স্মারকলিপিতে।
|
নাম বদলাতে পারে বর্ধমান উৎসব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রূপে না বদলালেও নামে বদল ঘটতে পারে বর্ধমান উৎসবের। নতুন নাম ‘বর্ধমান পুর উৎসব’ হতে পারে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। উপ-পুরপ্রধান খোন্দকার মহম্মদ শাহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার পুরসভায় ওই উৎসবের নাম পাল্টানোর প্রস্তাবটি আলোচিত হয়েছে। কয়েকদিন পরে ফের বৈঠক ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, এ দিনের বৈঠকে ওই উৎসবের পরিচালনার জন্য একটি পরিচালন কমিটি তৈরি হয়েছে। তার সভাপতি পুরপ্রধান স্বরূপ দত্ত, সহ-সভাপতি পরেশ সরকার, যুগ্ম সম্পাদক মহকুমাশাসক উত্তর ও কাউন্সিলার খোকন দাস।
|
স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু মন্তেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
মন্তেশ্বরের পুঁড়শুরি গ্রামের স্বাধীনতা সংগ্রামী প্রভাতকুমার চক্রবর্তীর মৃত্যু হল বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রভাতবাবু। নিজের বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। ১৯৪২ সালে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছিলেন। মাস তিনকে তিনি জেলও খেটেছিলেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের জন্য পেয়েছিলেন তাম্রপদক। পেতেন স্বাধীনতা সংগ্রামীর পেনশনও।
|
রাস্তা জুড়ে ট্রান্সফর্মার, ক্ষোভ |
ছোট রাস্তা জুড়ে ট্রান্সফর্মার বসানোয় রাস্তা আরও সংকীর্ণ হয়ে গিয়েছে বলে দাবি তুললেন বর্ধমান-আরামবাগ রোডের ৩ নম্বর শাঁখারিপুকুর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তার পাশে পিডব্লিউডির জমিতে ওই ট্রান্সফর্মার বসানোয় রাস্তা ছোট হয়ে গিয়েছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। পূর্ত ও বিদ্যুৎ দফতরের কাছে ট্রান্সফর্মারটি সরাতে আবেদনও জানান তাঁরা। পূর্ত দফতর জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হবে। বিদ্যুৎ দফতরের ডিভিশন্যাল ম্যানেজার আর্বান শান্তনু দাস বলেন, “পিডব্লিউডির জায়গায় ট্রান্সফর্মার বসানো আইনত সম্ভব নয়। তার উপর মানুষ দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন। বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাবে না।” বাসিন্দাদের আরও দাবি, স্থানীয় একটি স্টিল ফার্নিচারের দোকানের মালিক ওই ট্রান্সফর্মারটি বসাচ্ছেন। তবে ওই দোকানের মালিক এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
|