স্কুলের জন্য জমি অনুমোদনের আর্জি
নিজস্ব সংবাদাতা • রানিগঞ্জ |
স্কুলের জন্য জমি নেওয়া হয়ে গিয়েছে অনেক দিন আগেই। কিন্তু সরকারি অনুমোদন না মেলায় শুরু করা যায়নি কাজ। তাই রানিগঞ্জের হিন্দি বালিকা বিদ্যালয়, মুসলিম ছাত্রীদের হোস্টেল, জুনিয়র মাদ্রাসার অনুমোদনের জন্য বৃহস্পতিবার বর্ধমানের জেলাশাসকের সঙ্গে দেখা করলেন রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র। তিনি জানান, হিন্দি বালিকা বিদ্যালয়, মুসলিম ছাত্রীদের হোস্টেল, জুনিয়র মাদ্রাসার জন্য জমি নেওয়া হয়ে গিয়েছে। বরাদ্দ হয়েছে তহবিল। কিন্তু মেলেনি সরকারি অনুমোদন। এই সংক্রান্ত সমস্ত নথিপত্র জেলাশাসককে দেওয়া হয়। রানিগঞ্জ পুর এলাকা দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কে ভারী যান পরিবহণে ব্যস্ত সময়ে প্রবেশমূল্য আদায়ের প্রস্তাব পুরসভা নিয়েছে। জেলাশাসককে তা অনুমোদনের অনুরোধ করা হয়। এ ছাড়াও রানিগঞ্জে একটি নতুুন বাইপাস তৈরি, শহরের যানজট সমস্যা সমাধানে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তা-ও জেলাশাসককে জানানো হয়। অনুপবাবু বলেন, “জেলাশাসক সংশ্লিষ্ট দফতরের কাছে বিষয়গুলি নিয়ে পৃথক ভাবে আমাদের দেখা করার পরামর্শ দিয়েছেন।”
|
কিশোরী খুনে দোষী সাব্যস্ত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক কিশোরীকে খুন করার অভিযোগে আসানসোলের সিবিআই আদালতের বিচারক বৃহস্পতিবার এক যুবককে দোষী সাব্যস্ত করল। আজ শুক্রবার পরিমল মুর্মু নামে ওই যুবকের সাজা ঘোষণা করা হবে। এই মামলার সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ২০১১ সালের ২৯ জুলাই কুলটি থানার চিনাকুড়ির কাছে বেলডাঙা এলাকার একটি মাঠ থেকে এক কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ নিশ্চিত হয় ওই কিশোরীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই সময় ওই কিশোরীর বাবা বিদ্যা দুসাদ পরিমলের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর সন্দেহ, মেয়েকে খুনের পিছনে পরিমলের হাত রয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় ওই কিশোরীর গলায় তার পেচিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেছে অভিযুক্ত। তারটিও অভিযুক্তের থেকে উদ্ধার করে পুলিশ। গত দু’বছর ধরে মামলাটি চলে। প্রথমে পুলিশ মামলাটির তদন্তের দায়িত্বে থাকলেও, পরে তার ভার দেওয়া হয় সিবিআইকে। মামলার শুনানি পর্বে ১৫ জন সাক্ষী হাজির করানো হয়।
|
ডাম্পারের ধাক্কা বাড়িতে, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল পাঁচটি বাড়ি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে জামুড়িয়া বাজার পেট্রোল পাম্পের সামনে। প্রতিবাদে বৃহস্পতিবার ভোর থেকে ওই রাস্তায় শিল্পতালুকের যান চলাচল বন্ধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ থামে। বাসিন্দাদের দাবি, শহরের প্রাণকেন্দ্রে বেপরোয়া গতিতে ভারী যান চলাচল আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনা আগে ঘটলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁদের দাবি, শিল্পতালুকের যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থার পাশাপাশি রাতে ট্রাফিক নিয়ন্ত্রণ চালু রাখতে হবে।
|
স্থায়ী কমিটি গঠনের দাবি সালানপুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী কমিটি গঠনের দাবি তুলল কৃষক সভার সালানপুর থানা কমিটি। সম্প্রতি বকেয়া বার্ধক্য ও অক্ষম ভাতা মেটানোর দাবিও তুলেছে ওই কমিটি। সালানপুরের বিডিওকে ওই দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ওই সংগঠনের নেতা নুরুল ইসলাম জানান, অগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও সমিতির স্থায়ী কমিটি গঠন হয়নি। ফলে আটকে রয়েছে নানা উন্নয়নমুলক কাজ। দিন কয়েক আগে দিয়েছে।
|
স্কুলে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের আসানসোল শাখার উদ্যোগে সম্প্রতি কুলটি, বারাবনি ও রানিগঞ্জ এলাকার তিনটি মাধ্যমিক স্কুলে মানব উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেখানো হয় তথ্যচিত্র। মহকুমা তথ্য আধিকারিক মহুয়া মল্লিক জানান, মহকুমার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের জন্য এই ধরনের আরও কিছু কর্মসূচি নেওয়া হবে।
|
শারীরচর্চা কেন্দ্রের উদ্বোধন |
একটি শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধন করলেন আসানসোল পুরসভার কাউন্সিলর উমা সরাফ। আসানসোলে শশীভূষণ গড়াই রাস্তার পাশে সেন্ট মেরি গরোটি বিদ্যালয়ের সামনে ওই শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধন হয়। ছিলেন সদ্য নির্বাচিত কাউন্সিলর রকেট চট্টোপাধ্যায়। আয়োজক সংস্থা জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে এই কেন্দ্র চালু করা হল।
|
দুর্গাপুর
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ওয়েলফেয়ার সেন্টার, ডিটিপিএস। সকাল ১০টা।
উদ্যোগ: ডিটিপিএস ও কলকাতার একটি হাসপাতাল। |