পুরুলিয়া-বাঁকুড়া |
কাউন্সিলর পাবেন, এতেই খুশি বাসিন্দারা |
|
রাজদীপ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: প্রায় দু’বছর হল কাউন্সিলর মারা গিয়েছেন। কাউন্সিলরের অভাব প্রতিপদে টের পান ওয়ার্ডের বাসিন্দারা। জঞ্জাল থেকে নিকাশি, শংসাপত্র থেকে ছোটখাটো সমস্যাকাউন্সিলর না থাকায় কার কাছে যাবেন, বুঝতে পারেন না স্থানীয় বাসিন্দারা। প্রতিপদে ছুটতে হয় পুরসভায়।
এই অবস্থায় শুক্রবার, ২২ নভেম্বর বাঁকুড়ার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন হচ্ছে। হোক না উপ-নির্বাচন, ওয়ার্ড দখলের লড়াইয়ে কোনও দলই বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ। |
|
সূর্যর সভায় ভিড়, বিঁধলেন মমতাকে |
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটে ভরাডুবির পরে মঙ্গলবার বাঁকুড়া শহরের তামলিবাঁধ ময়দানে সূর্যকান্ত মিশ্রের সভার ভিড় সিপিএমকে কিছুটা ‘অক্সিজেন’ জুগিয়ে গেল। অন্তত এমনটাই মনে করছেন মনোবল তলানিতে চলে যাওয়া সিপিএম কর্মীরা।
দলের পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তাঁর বক্তৃতায় বলেন, “কলকাতায় বলে এসেছি, বাঁকুড়ার সভায় ৩০ হাজার লোক হবে। এখানে এসে দেখছি অনেক বেশি হয়েছে।” |
|
|
সিপিএম কর্মী খুনে
জেল হাজতে তৃণমূলের চার |
খন্দেভরা শিল্পাঞ্চলের
রাস্তা, ক্ষোভে অবরোধ |
|
টুকরো খবর |
|
বীরভূম |
পাঁচ বছরেও হয়নি ঘর বিলি, ঢেকেছে জঞ্জাল
অপূর্ব চট্টোপাধ্যায়, তারাপীঠ: বেআইনি দখল মুক্ত করে তৈরি করা হয়েছিল দোকানঘর।
ব্যবসায়ীদের ওই দোকানঘর ভাড়া দিয়ে জেলা পরিষদের লক্ষ্য ছিল সরকারি কোষাগারের আয়
বাড়ানো। কিন্তু তৈরি হওয়ার পরে ৫ বছর কেটে গেলেও ঘরগুলির একটা বড় অংশই
এখনও বিলি করা হয়নি। যার ফল দাঁড়িয়েছে, এতদিন এমনিই পড়ে থেকে জায়গাটি
কার্যত জঞ্জাল ফেলার জায়গায় পরিণত হয়েছে। |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|