রাস্তা সারাইয়ের দাবিতে এ বার পথ অবরোধ করলেন বাসিন্দারা। বড়জোড়া-দুর্লভপুর প্রায় ১৮ কিলোমিটার রাস্তাটি সারাইয়ের দাবিতে মঙ্গলবার বড়জোড়া চৌমাথা মোড় সকাল ১০টা থেকে ঘণ্টা খানেক আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাস্তায় অবরোধের জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা।
দীর্ঘ দিন ধরে বড়জোড়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। এই অবস্থায় ওই রাস্তা দিয়েই মালবাহী ভারী গাড়ি যাতায়াত করছে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। রাস্তাটি সংস্কারের দাবিতে মিনিবাস মালিক সমিতি থেকে বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার ধর্মঘট, পথ অবরোধের মতো কর্মসূচি নিয়েছে। কিন্তু মেরামতির জন্য রাস্তার দু’পাশে পাথর মজুত করা ও কয়েকটি গর্ত বোঝানো ছাড়া পূর্ত (সড়ক) দফতর আর কিছু করেনি বলে বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারে মজুত করে রাখা পাথরের টুকরো বরং গাড়ির চাকায় এ দিক ও দিক ছিটকে যাচ্ছে। তাতে আঘাত পাচ্ছেন পথচারীরা। সেই সঙ্গে রাস্তার ধুলো গাড়ির চাকায় দিনরাত এলাকায় ছড়াচ্ছে। এর জেরে রাস্তায় চলাফেরা করাও দায় হয়ে উঠেছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। বড়জোড়ার বাসিন্দা বিবেকানন্দ কেওড়া, মিন্টু মণ্ডলরা বলেন, “মাসের পর মাস এই রাস্তা একই রকম বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের নজর নেই। পাথর ছিটকে বহু মানুষ জখম হচ্ছেন।” ওই রাস্তা অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
রাস্তা সংস্কারের কাজ কেন আটকে রয়েছে? এর সদুত্তর দিতে পারেননি বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল। তিনি বলেন, “রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে সংস্কার করা দরকার। তবে সংস্কারের কাজ মাসখানেক আগে শুরু হয়েছিল। কিন্তু কেন বন্ধ হল জানি না।” তিনি জানান, বিডিও-র সঙ্গে কথা বলবেন। পূর্ত (সড়ক) দফতরের জেলার আধিকারিকদের সঙ্গে এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। |