দু’টি পৃথক পথ দুঘর্র্টনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতেরা হলেন বাঁকুড়ার জলহরি গ্রামের সফিক খান (২৩) ও নিতুড়িয়ার আমডাঙা গ্রামের বাপি মুমুর্ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চাষমোড় এলাকা থেকে পাঁউরুটি ফেরি করে সাইকেলে পুরুলিয়া-বোকারো জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় ফিরছিলেন সফিক। পথে মফস্সল থানার রুদড়া গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা মারে। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, সোমবার সন্ধ্যায় জামাইবাবু রবি হাঁসদার সঙ্গে মোটরবাইকে পাঞ্চেত যাওয়ার সময় সড়বড়ি-পাঞ্চেত রাস্তায় নিতুড়িয়ার পুয়াপুর গ্রামের কাছে রাস্তায় একটি গাড়ির ধাক্কায় মারা যান বাপি। গুরুতর জখম রবিবাবু আসানসোল হাসপাতালে ভর্তি।
|
স্কুলের চাল পাচার করার অভিযোগ উঠল হিড়বাঁধের দেউলাগোড়া ভুয়াকানা পাহাড়তলি পল্লিশ্রী আদর্শ উচ্চবিদ্যালয়ে। সোমবার ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাসিন্দাদের একাংশ রেশন ডিলারকে চাল পাচার করার অভিযোগ করেন। তাঁরা কিছু চাল আটক করে পুলিশকে তুলে দেন। এই মর্মে সোমবার রাতে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক অরূপ পাঠকের দাবি, “চাল নষ্ট হয়ে গিয়েছিল। এক ব্যক্তি সেই চাল নিয়ে যাওয়ার সময় রাজনৈতিক উদ্দেশে বদনাম রটনা করা হচ্ছে।” এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহ রায় বলেন, “চাল বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।”
|
জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল এক সদ্যোজাতকে। উদ্ধার করার পরে তার মাথায় কুকুরের কামড়ের দাগ দেখতে পেলেন চিকিৎসকেরা। কোটশিলা থানার দিমু গ্রামের অদূরে সোমবার সকালে এক সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার করেছিল পুলিশ। তাকে ভর্তি করা হয়েছিল পুরুলিয়া সদর হাসপাতালে। ওই শিশুর মাথায় ক্ষত পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাকে কুকুরে কামড়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ মঙ্গলবার বলেন, “ওই সদ্যোজাতর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের অনুমান তাকে কুকুরে কামড়েছে। প্রতিষেধক দেওয়া হয়।” তিনি জানান, শিশুটি অনেকটা ভাল রয়েছে। পুলিশ জানিয়েছ, শিশুটিকে কে ফেলে রেখে গিয়েছিল, তা খোঁজ করা হচ্ছে।
|
বিশ্ব শৌচালয় দিবস পালিত হল পুরুলিয়ায়। মঙ্গলবার পুরুলিয়া জেলাপরিষদ ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, নির্মল ভারত অভিযানের জেলার সংযোজক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ উত্তম বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা পরিকল্পনা করে নির্মল ভারত অভিযান কর্মসূচি রূপায়ণে জোর দিচ্ছেন। জেলার প্রতি ব্লকে মাসে ১০০০ শৌচাগার নির্মাণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঠিক হয়েছে, ওই প্রকল্প সম্পর্কে সচেতনতার প্রচারে লোকশিল্পীদের সাহায্য নেওয়া হবে।
|
সিটু অনুমোদিত এফসিআই মজদুর ইউনিয়নের সম্মেলন হল আদ্রা এফসিআই প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অসীম বালা, সাংসদ বাসুদেব আচারিয়া। এফসিআইয়ের গুদামে ঠিকা শ্রমিকদের মজুরি ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ওঠে। |