বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না-সহ নগদ বেশ কিছু টাকা চুরির অভিযোগ উঠল। সোমবার রাতে বোলপুরের ভুবনডাঙার ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুবনডাঙার বাসিন্দা পেশায় বিশ্বভারতীর কর্মী শেখ নুরুল ইসলামের বাড়িতে চুরির বিষয় মঙ্গলবার সকালে জানাজানি হয়। বর্তমানে ওই একতলা বাড়িটিতে দোতলার তৈরির কাজ চলছে। নুরুলের দাবি, “সোমবার রাত ১২টা নাগাদ ওই দিনের কাজকর্ম সেরে আমরা নিচের তলায় ঘুমিয়ে পড়েছিলাম। একটা আওয়াজ পেয়ে রাত পৌনে ৩টে নাগাদ উঠে দেখি বাড়ির দরজা খোলা। আলমারিও খোলা। সেখান থেকে সোনার গয়নাও উধাও।” এ ছাড়া আলমারিতে থাকা নির্মাণ কাজে মিস্ত্রীকে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোনও চুরি গিয়েছে বলে তিনি জানিয়েছেন। এ দিনই নুরুল বোলপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। এ দিকে চুরি নিয়ে উদ্বিগ্ন ওয়ার্ডের কাউন্সিলর (কংগ্রেস) মহম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, “সম্প্রতি গুরুপল্লি, সীমান্তপল্লি-সহ বোলপুর শহরের বেশ কিছু এলাকায় চুরি ফের বেড়েছে। বিষয়টি পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে।” পুলিশ জানায়, কেউ ধরা পড়েনি।
|
মৃত্যু হল সিপিআইয়ের পশ্চিমবঙ্গ মহিলা সমিতির জেলা সভানেত্রী গীতা বন্দ্যোপাধ্যায়ের। বয়স হয়েছিল ৮৬। তিনি স্বাধীনতা সংগ্রামী দুর্গা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সম্প্রতি গীতাদেবীর সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। সোমবার সন্ধ্যায় সিউড়ি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সাঁইথিয়া বাসভবনে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। |