প্রচারই সার, ফের অবাধে নদী দূষণ হুগলির নানা ঘাটে |
|
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর: কোথাও স্রোতের টানে ভেসে যাচ্ছে কাঠামোর খড়। জলের মধ্যে ডাঁই হয়ে পড়ে ফুল, বেলপাতা থেকে প্রতিমার সাজসজ্জা, প্লাস্টিকের প্যাকেট, ফলমূল। কোথাও আবার ঘাটের চেহারা সাফসুতরো। ফুল-মালা নির্দিষ্ট জায়গায়। কাঠামো পাড়ে। দুর্গাপুজোর ভাসানের পরে জলদূষণ রুখতে গত কয়েক বছর ধরে তৎপরতা দেখিয়েছিল হুগলি। |
|
দামোদর সাফ, বিসর্জনের পরে খড়ের কাঠামো জমে ডাঁই পুকুরে |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর ও আসানসোল: দামোদরের পাড় ঝকঝকে। কিন্তু কাঠামো, ফুল-বেলপাতা জমে রয়েছে নানা পুকুরে। মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাতনগরী ঘুরে এমন দৃশ্য দেখা গিয়েছে নানা জায়গায়। শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, দামোদরের ঘাট পরিষ্কার করার যাবতীয় বন্দোবস্ত তাঁরা করেছেন। ডিএসপি কারখানার তরফে জানানো হয়, শীঘ্রই পুকুরগুলি পরিষ্কার করার ব্যবস্থা হবে। |
|
|
চোরাশিকারেই
কোটিপতি রতিরাম |
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি: একটা-দু’টো নয়, ১৪০টা গন্ডারের চামড়া মিলেছিল তার বাড়িতে। উদ্ধার হয় বাঘ-চিতাবাঘের চামড়া-খুলিও। গ্রেফতার করা হলেও বারবার সে জামিন পেয়ে যায়। এ ভাবেই কার্যত প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে বন্যপ্রাণীর দেহাংশের আন্তর্জাতিক চোরাপাচার চক্র চালায় রতিরাম শর্মা। ‘রাইনো ম্যান অফ ইস্টার্ন ইন্ডিয়া’ বলেই সে পরিচিত। |
|
|
দুর্যোগে শতাধিক
পাখির মৃত্যু কুলিকে |
|
হস্তি শাবককে উদ্ধার |
|
পুজোর মাঝেই ফের শুরু প্লাস্টিকের রমরমা, নালিশ |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|