দামোদরের পাড় ঝকঝকে। কিন্তু কাঠামো, ফুল-বেলপাতা জমে রয়েছে নানা পুকুরে। মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাতনগরী ঘুরে এমন দৃশ্য দেখা গিয়েছে নানা জায়গায়। শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, দামোদরের ঘাট পরিষ্কার করার যাবতীয় বন্দোবস্ত তাঁরা করেছেন। ডিএসপি কারখানার তরফে জানানো হয়, শীঘ্রই পুকুরগুলি পরিষ্কার করার ব্যবস্থা হবে।
|
বিসর্জনের পরেও সাফসুতরো দামোদরের বীরভানপুর ঘাট। |
দশমী থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গিয়েছে। কিন্তু দুর্গাপুরের অধিকাংশ প্রতিমা এখনও বিসর্জন হয়নি। বিসর্জনের দিনগুলিতে দামোদরের ঘাটে পুরসভা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে। থাকে পানীয় জলের ব্যবস্থা। ফুল, বেলপাতা, ডাব-সহ নানা সামগ্রী ফেলার জন্য ঘাটের পাশে একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। পরে সে সব তুলে ফেলা হয়। পুরসভার কয়েক জন কর্মী প্রতিমা বিসর্জনের পরে মাটি গলে গেলে কাঠামোও তুলে ফেলেন। এ বারও তার ব্যাতিক্রম হয়নি। মঙ্গলবার সকালে দামোদরের ঘাটে গিয়ে দেখা যায়, নদীতে কোনও কাঠামো বা পুজোর অন্য সামগ্রী পড়ে নেই।
কিন্তু ইস্পাতনগরীর পুকুরগুলিতে অন্য ছবি। ভাবা রোডের ধারে একটি পুকুরে গিয়ে দেখা যায়, ফুল-বেলপাতা জলে ভাসছে। পড়ে রয়েছে কাঠামোও। প্রতিমার রাসায়নিক রঙ মিশেছে পুকুরের জলে। স্থানীয় বাসিন্দারা জানান, সারা বছর কাউকে পুকরে কোনও আবর্জনা ফেলতে দেওয়া হয় না। কিন্তু পুজোর বিসর্জনের ফলে পুকুর পরিষ্কার রাখার সেই উদ্যোগ মাটি হয়ে যায়। তাঁদের আরও অভিযোগ, পুকুরে নেমে প্রতিমার পেরেকে পা কেটে যায় তাঁদের। প্রতিমা বা পুজোর উপাচার যাতে সারা পুকুরে ছড়িয়ে না পড়ে সে জন্য জলে দড়ি ভাসিয়েছেন তাঁরা। মহিস্কাপুর রোডের ধারে একটি পুকুরেও একই অবস্থা। এলাকার বাসিন্দা প্রতিমা আঁকুড়ে, বাদল মাজিদেরও অভিযোগ, পুকুর পরিষ্কার না করার জন্য জল দূষিত হচ্ছে। ডিএসপি কারখানার তরফে জানানো হয়, শীঘ্রই শহরের পুকুরগুলি পরিষ্কার করা হবে। |
ভাঙা কাঠামো পাহাড় হয়ে রয়েছে দুর্গাপুরে স্টিল টাউনশিপে ভাবা রোডে। |
দশমী থেকে বিসর্জন শুরু হয়ে গিয়েছে আসানসোলেও। তবে অধিকাংশ পুজো কমিটিই সে দিন বিসর্জন করেননি। প্রশাসনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ও বুধবার প্রতিমা বিসর্জন বন্ধ। তাই বহু মণ্ডপে প্রতিমা থাকায় উৎসবের রেশ এখনও রয়ে গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়, বিসর্জনে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আসানসোলেও মূলত দামোদরে প্রতিমা বিসর্জন হলেও কয়েকটি পুকুরও এই কাজে ব্যবহার করা হয়। দূষণ রুখতে পুকুরে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে আসানসোল পুরসভা। বিসর্জন পর্ব চুকে গেলেই মণ্ডপ ও রাস্তা জুড়ে পুজো কমিটিগুলির উদ্যোগে তৈরি বিজ্ঞাপনের তোরণ ও কাঠামো খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। |