গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ শুরু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিসর্জনের পরেই ঘাট পরিষ্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা। |
বিসর্জনের চব্বিশ ঘণ্টার মধ্যেই গঙ্গার ঘাট পরিষ্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা। মঙ্গলবার সকাল থেকেই নিমতলা ও বাজেকদমতলা ঘাট থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ শুরু করেন পুরকর্মীরা। কলকাতা পুলিশ সূত্রে খবর, সোমবার শহরের বাড়ি এবং বরোয়ারি পুজো মিলিয়ে মোট ২৮৭৬টি প্রতিমার বিসর্জন হয়। এখনও বাকি ছয়শোর বেশি বিসর্জন। মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত নিমতলা ঘাটে বিসর্জন দেওয়া হয়। ছোট-বড় মিলিয়ে গঙ্গার চোদ্দটি ঘাটে প্রতিমা বিসর্জন হয়। এ দিকে, পুরসভার তথ্য অনুযায়ী, গঙ্গার ঘাট এবং বিভিন্ন এলাকার পুকুর মিলিয়ে দশমীর রাতে মোট ৩২০০টি প্রতিমার বিসর্জন হয়। এই কাজে দু’টি পে-লোডার এবং ক্রেন ব্যবহার হয়। পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “আদালতের নির্দেশ রয়েছে চব্বিশ ঘণ্টার মধ্যে এই কাজ শুরু করার। আগামী চব্বিশ ঘণ্টায় শহর লগোয়া গঙ্গার যে সব ঘাটে বিসর্জন হয়েছে, তার অধিকাংশই পরিষ্কার হয়ে যাবে।”
|
দূষণের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নদীদূষণ রোধে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ করল পরিবেশ প্রেমীরা। আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত জানান, প্রতিবছর বিসর্জনে নদীতে দূষণ ছড়ায়। অনেক সময়ই তা সঠিকভাবে পরিস্কার করা হয় না। মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক নিখিল নির্মল বলেন, “নদী দূষণ রোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ৩০টি কাটা আকাশমণি গাছ উদ্ধার করলেন বনকর্মীরা। সোমবার রাতে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের দৌনি গ্রামের ঘটনা। ওই বন বিভাগের এডিএফও মধুসূদন মুখোপাধ্যায় বলেন, “৬টি সাইকেলে কিছু দুষ্কৃতী গাছ কাটতে এসেছিল। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে আমরা যাওয়ায় তারা সাইকেল ও কাটা গাছ ফেলে পালায়। দুষ্কৃতীদের খোঁজ চলছে।” |