পুরুলিয়া-বাঁকুড়া |
বিদ্যুৎকেন্দ্রের বাধা
হটাতে কঠোর মমতা |
পিনাকী বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি-র প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে যে-জট তৈরি হয়েছে, তা কাটাতে প্রয়োজনে কঠোর মনোভাব নেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মহাকরণে ডিভিসি-র চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেনকে এ কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের বক্তব্য, রঘুনাথপুরে ডিভিসি-র প্রকল্পকে ঘিরে যে-মুষ্টিমেয় লোক আন্দোলনের নামে নির্মাণকাজে বাধা দিচ্ছে, তারা জমিহারাদের কেউ নয়। |
|
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: টাকা নিয়েও ক্রেতাদের আবাসন না দেওয়ার অভিযোগ উঠেছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্রেতাদের দাবি, নির্ধারিত সময় পার হয়ে গেলেও পুরসভা নির্মিত আবাসনের চাবি তাঁরা পাননি। বার বার পুরকর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েও লাভ না হওয়ায় তাঁদের ক্ষোভ বাড়ছে। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “ওই আবাসন নির্মাণের কাজ নানা সমস্যার জন্য ব্যাহত হওয়ায় দেরি হয়েছে।” তাঁর আশ্বাস, শীঘ্রই তাঁরা ক্রেতাদের ওই আবাসন হস্তান্তর করবেন। |
বাড়ির চাবি মেলেনি,
ক্ষোভ পুরুলিয়ায় |
|
টুকরো খবর |
|
বীরভূম |
হাইকোর্টের নির্দেশে অধিগৃহীত জমি ফেরত দিল প্রশাসন |
|
অপূর্ব চট্টোপাধ্যায়, নলহাটি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় চাষজমি অধিগ্রহণ করে রাস্তা বানিয়েছিল প্রশাসন। পরে তাতে আপত্তি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জমির মালিকেরা। মাস পাঁচেক আগে চাষিদের সেই অধিগৃহীত জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। নানা কারণে এতদিন সেই নির্দেশ কার্যকর করতে পারেনি প্রশাসন। বৃহস্পতিবার এলাকাবাসীর একটা বড় অংশের প্রবল বাধা সত্ত্বেও লিখিত ভাবে নলহাটি থানার কামালপুর গ্রামের ১৩ জন চাষিকে ওই জমি ফিরিয়ে দিল জেলা প্রশাসন। |
|
আতঙ্ক নিয়েই উপার্জনে যান খোসনগরের ঢাকিরা |
দয়াল সেনগুপ্ত, দুবরাজপুর: বর্ষাকাল এলেই আগে আতঙ্কে থাকতেন দুবরাজপুরের খোসনগর দাসপাড়ার খান ৩০ পরিবার। শাল নদীর ধারঘেঁষা গ্রাম হওয়ায় বর্ষায় জল ঢুকে প্রায় প্রতি বছরই নিয়ম করে ক্ষতিগ্রস্থ হত ওই পরিবারগুলির ঘরবাড়ি। এক একবার পুজোর সময় বন্যা পরিস্থিতি তৈরি হত। সেই সময়ও পরিবার রেখে আতঙ্ক নিয়ে ঘর ছাড়তে বাধ্য হতেন কিছু পুরুষ। এ ছাড়া, উপায় নেই। কারণ, তাঁরা পেশায় ঢাকি। ঢাক বাজানোটাই মূল পেশা ওই পাড়ায় বসবাসকারি অন্তত দশটি পরিবারের। পুজোর সময় মোটা টাকা রোজগারের সুযোগ হাতছাড়া করতে চাইতেন না তাঁরা। |
|
|
টুকরো খবর |
আসছে পুজো |
|
চিত্র সংবাদ |
|
|