|
|
|
|
বাড়ির চাবি মেলেনি, ক্ষোভ পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
টাকা নিয়েও ক্রেতাদের আবাসন না দেওয়ার অভিযোগ উঠেছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্রেতাদের দাবি, নির্ধারিত সময় পার হয়ে গেলেও পুরসভা নির্মিত আবাসনের চাবি তাঁরা পাননি। বার বার পুরকর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েও লাভ না হওয়ায় তাঁদের ক্ষোভ বাড়ছে। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “ওই আবাসন নির্মাণের কাজ নানা সমস্যার জন্য ব্যাহত হওয়ায় দেরি হয়েছে।” তাঁর আশ্বাস, শীঘ্রই তাঁরা ক্রেতাদের ওই আবাসন হস্তান্তর করবেন।
২০০৯ সালে পুরুলিয়া পুরসভা রাজাবাঁধ এলাকায় আবাসন নির্মাণের কাজে হাত দেয়। ২০টি ফ্ল্যাট আবেদনকারীদের বিক্রি করা হবে বলে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। ওই আবাসনের জন্য টাকা জমা দিয়েছেন পুরুলিয়া শহরের বাসিন্দা রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, “প্রতিটি ফ্ল্যাটের দাম রাখা হয়েছিল সাড়ে নয় লক্ষ টাকা। শর্ত ছিল বুকিংয়ের সময় দেড় লক্ষ টাকা দিতে হবে। বাকি ১৫ মাসে ৫০ হাজার টাকা করে দিতে হবে। কিস্তির শেষ টাকা দিতে হবে ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পরে। কিন্তু টাকা মিটিয়ে দেওয়ার পরেও ফ্ল্যাটের চাবি পেলাম না।” ক্রেতারা জানিয়েছেন, ফ্ল্যাটের চাবি তাঁদের ২০১১-র জুন মাসে দেওয়ার কথা ছিল। শহরের আর এক বাসিন্দা লোকেশ পতির কথায়, “কিন্তু ওই সময় সীমার মধ্যে আবাসনের কাজ শেষ হয়নি। পুরকর্তৃপক্ষ তখনও আমাদের দ্রুত ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পুরকর্তৃপক্ষ কথা রাখতে পারেননি।”
রঞ্জনবাবু জানান, এর মধ্যে অনেকেই তাঁদের ফ্ল্যাটের নকশা সামান্য বদল করার কথা জানিয়েছিলেন। সে জন্য তাঁদের কাছে আরও টাকা চেয়েছিল পুরসভা। রঞ্জনবাবুও নকশা পাল্টে বাড়তি টাকা দিয়েছেন বলে দাবি করেছেন। ক্রেতাদের অভিযোগ, নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। কিন্তু থাকার মত পরিবেশ এখনও তৈরি হয়নি। আলোর ব্যবস্থা ভাল নয়, লিফটের দরজা বসেনি, ছাদের কিছু কাজ এখনও বাকি। তাই পুরসভা কবে তাঁদেরহাতে চাবি দেবে তা নিয়ে দুর্ভাবনায় ক্রেতারা। |
|
|
|
|
|