গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও জিতল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
প্রার্থী দেওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা সত্ত্বেও বাঁকুড়ার রাইপুর কৃষ্ণমোহিনী হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতল তৃণমূল। বুধবার ওই স্কুলে ভোট হয়। তৃণমূলের জেলা কমিটির সদস্য অনিল মাহাতো এবং রাইপুর ব্লক যুব তৃণমূল সভাপতি রাজকুমার সিংহের প্যানেলের মোট ২০ জন প্রার্থী ছিলেন। ছ’টি আসনেই জিতে যায় তৃণমূল। সিপিএম ছ’টি আসনেই প্রার্থী দিলেও কংগ্রেস মাত্র দু’জন প্রার্থী দিয়েছিল। এর আগে ওই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। তৃণমূল নেতা অনিল মাহাতো বলেন, “দলের ব্লক সভাপতি জগবন্ধু মাহাতো সিপিএমকে সুবিধা করে দেওয়ার জন্য পাল্টা প্যানেলে প্রার্থী দাঁড় করিয়েছিলেন। কিন্তু অভিভাবকেরা যোগ্য প্রার্থীদেরই জয়ী করেছেন।” জগবন্ধুবাবু বলেন, “দলের স্থানীয় নেতৃত্ব প্রার্থী দিয়েছিলেন। তার বিরুদ্ধে পাল্টা প্রার্থী হিসাবে কয়েক জন দাঁড়িয়েছিলেন। প্রার্থী যাঁরই হোক না কেন, দলের প্রার্থীরাই জিতেছেন।”
|
দুই হোমগার্ডের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই হোমগার্ডের। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়ার খাতড়া থানার দেঁন্দুয়া মোড়ের কাছে খাতড়া-মুকুটমণিপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন বীরচাঁদ মুর্র্মু (৩০) এবং বিমল মুর্র্মু (৩০)। বীরচাঁদের বাড়ি বারিকুলের পূর্ণাপানির বড় তুং গ্রামে। বিমল রানিবাঁধের পুণশ্যা গ্রামের। দু’জনেই জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায় বলেন, “সরকারি কাজে ওই দু’জন মোটরবাইকে মুকুটমণিপুরের দিকে যাচ্ছিলেন। রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি গাছে ধাক্কা মারে বলে অনুমান।” পুলিশ তাঁদের খাতড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। পরে মৃতদের পরিবারের লোকজন থানায় গিয়ে দেহ শনাক্ত করেন।
|
স্থায়ী সমিতি গঠন
নিজস্ব প্রতিবেদন |
বাঁকুড়া ও পুরুলিয়ার দু’টি জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠিত হল বৃহস্পতিবার। স্থায়ী সমিতিগুলি হল: পূর্ত ও পরিবহণ, বন ও ভূমি সংস্কার, জনস্বাস্থ্য ও পরিবেশ, কৃষি-সেচ ও সমবায়, ক্ষুদ্র শিল্প- বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি, মৎস ও প্রাণী সম্পদ, শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়া, শিশু-নারী উন্নয়ন, ত্রাণ জনকল্যাণ এবং খাদ্য ও সরবরাহ। প্রতিটি সমিতিতে পাঁচ জন করে সদস্য রয়েছেন। পুরুলিয়ার জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো জানান, উন্নয়নের কাজে গতি আনার দিকেই স্থায়ী সমিতিগুলির সদস্যদের নজর দিতে বলা হয়েছে। বাঁকুড়ার জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী বলেন, “স্থায়ী সমিতির সদস্যদের মধ্যে থেকেই পরবর্তী কালে বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ ঠিক করা হবে।”
|
সংস্কার চেয়ে চিঠি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী গাঁধী হলের সংস্কার চেয়ে তৃণমূল পুরপ্রধানকে চিঠি দিল কংগ্রেস। বৃহস্পতিবার পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের বিভাসরঞ্জন দাস চিঠিতে পুরপ্রধানকে জানিয়েছেন, অবহেলায় ও সংস্কারের অভাবে হলটি বর্তমানে সাইকেল স্ট্যান্ডে পরিণত হয়েছে। হলের সংস্কার প্রক্রিয়া শুরু না হলে তারা অধিবেশনে যোগ দেবে না বলে জানিয়েছে। পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “ওদের চিঠি হাতে পাইনি। জেলাশাসকের সঙ্গে পুজোর পরে কথা বলব।”
|
কলেজে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
স্বাধীনোত্তর বাংলা উপন্যাসের বিবর্তন শীর্ষক আলোচনা হয়ে গেল মানবাজারের মানভূম কলেজে। সম্প্রতি দু’দিন ধরে আলোচনাসভা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস জানান, ইউজিসি এবং সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সভাটি হয়। বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। |