লাভপুরে কৃষিমেলা
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
বেসরকারি উদ্যোগে কাল, শনিবার লাভপুরের মহোদরী গ্রামে শুরু হচ্ছে এক অভিনব কৃষিমেলা। রবিবার অবধি চলা ওই অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত নানা প্রদর্শনী ছাড়াও থাকছে কৃষিকথার আসরও। যোগ দেবেন আশপাশের প্রায় ৮-১০টি গ্রামের ৬০ জন বিশেষজ্ঞ চাষি।
আয়োজক সংস্থা পল্লিসেবা সমিতির অন্যতম কর্ণধার সঞ্জয় সেন বলেন, “আমেরিকার একটি নামী কৃষি কলেজের অধ্যাপিকা মুনমুন সেনের পরামর্শ মতো গত বছর থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। বিশেষজ্ঞ চাষিরা তাঁদের সঙ্গে বিভিন্ন ধরনের শস্য, ধান, ফল, শাক সব্জির বীজ নিয়ে আসবেন। অন্যান্য চাষিদের সেই সব বীজ বিতরণ করবেন। প্রশিক্ষণও দেবেন।” মেলার উদ্দেশ্য দেশীয় পদ্ধতিতে চাষবাস করতে অনুপ্রেরণা দেওয়া। এ ছাড়াও প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া কৃষি যন্ত্রপাতিও সেখানে প্রদর্শিত হবে। থাকবে কৃষি-কথকতাও। সঞ্জয়বাবুর দাবি, গত বছর প্রায় দু’ হাজার চাষি তাঁদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ বছর ভেলোর থেকে বিশিষ্ট জৈব সার বিশেষজ্ঞ শ্রী নিবাসনকে নিয়ে আসা হচ্ছে। বেশির ভাগ চাষিকেই গ্রামের ওই দু’দিনের শিবিরে রাখা হবে। সব রকমের খরচ বহন করছে আয়োজক সংস্থাই। মহোদরী গ্রামের চাষি গণেশ দাস, রাখোরেস্বর গ্রামের সুনীল ঘোষ, গোবিন্দপুরের সঞ্জয় মণ্ডলরা জানিয়েছেন, গত বছরও ওই মেলা থেকে তাঁরা উপকৃত হয়েছিলেন। জেলা কৃষি দফতরের তথ্য আধিকারিক অমর মণ্ডলও এমন উদ্যোগের প্রশংসা করেছেন।
|
দুর্ঘটনায় মৃত তিন
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
বাসের ধাক্কায় মৃত্যু হল তিন মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হেতমপুর বাসস্ট্যান্ডের বেশ কিছুটা আগে থাকা একটি বাঁকে, দুবরাজপুর-পানাগড় ১৪ নম্বর রাজ্য সড়কে। মৃতেরা হলেন বাণেশ্বর হাঁসদা (৫৫), বৈদ্যনাথ হাঁসদা (৩৫) এবং দীপঙ্কর পাল (৩২)। তিন জনের বাড়ি সদাইপুর থানা এলাকার নিধিরামপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজরের দিক থেকে বাইকে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। সেই সময় উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বাসটিকে অবশ্য আটক করা যায়নি।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের অণ্ডাল-সাঁইথিয়া শাখার দুবরাজপুর স্টেশনের অদূরে আলমবাবার মাজারের কাছে। মৃতেরা হলেন সানি বাউড়ি (২০) এবং মন্ত্রী বাউড়ি (২০)। উভয়েরই বাড়ি দুবরাজপুর থানা এলাকার গুণ্ডোবা গ্রামে।
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার বোলপুরের চিত্র মোড়ে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা আধ ঘণ্টা রাস্তা অবরোধ কর্মসূচিতে সামিল হন। |