উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
নৃশংস হত্যার পর স্বামীকে
খেতে পুঁতল স্ত্রী, প্রেমিক
|
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী। দু’জনে মিলে নৃশংস ভাবে খুনের পর প্রেমিক স্বামীর দেহ পুঁতে দিয়েছিল খেতে। কিন্তু নিহত সনৎ সর্দারের (৩২) গলার লকেটের সূত্র ধরে স্ত্রী মীনা ও তার প্রেমিক দিলীপ সর্দারকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই খুনে আর কেউ জড়িত কি না, দেখা হচ্ছে।” |
|
হয়রানি রুখতে প্রশিক্ষণ মেয়ে পুলিশদের |
বিতান ভট্টাচার্য,ব্যারাকপুর: দিন কয়েক আগে অফিস থেকে ফেরার পথে এক যুবক কুৎসিত ইঙ্গিত করেছিল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকর্মী রনিতা সিকদারকে। কী ভাবে প্রতিবাদ করবেন, সে দিন বুঝতে পারেননি রনিতা। দ্রুত পায়ে বাড়ি ফেরেন। বুধবার ব্যারাকপুর লাটবাগানে পুলিশ ট্রেনিং কলেজে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইভটিজিং প্রতিরোধের কর্মশালায় এসে রনিতা সেই ঘটনার কথা উল্লেখ করে বলেন, “প্রায়ই রাস্তায় আমার মতো বহু মেয়েকে অসম্মানিত হতে হয়। অনেকে অভিযোগও করে না।” |
|
|
মূক-বধির অন্তঃসত্ত্বাকে
উদ্ধার স্বাস্থ্যকর্মীদের |
|
ক্যানিংয়ের জেটিঘাটগুলিতে
প্রাণ হাতেই চলে ওঠানামা |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
প্রধান পদ নিয়ে
জটিলতা গোঘাটের গ্রামে |
নিজস্ব সংবাদদাতা, গোঘাট: প্রধান পদ নিয়ে সঙ্কট দেখা দিয়েছে গোঘাট ২ ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতে। সেখানের প্রধান পদটি সংরক্ষিত তপসিলি মহিলাদের। এ দিকে নির্বাচনে ওই পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের মহিলা তফসিলি প্রার্থী কেউ জয়ী হননি। সিপিএমের জয়ী মহিলা তফসিলি প্রার্থীই এখন প্রধান পদের দাবিদার। যদিও মাত্র দু’টি আসনে জয়ী হয়ে তাঁদের মধ্যে কেউ প্রধান হবেন কিনা, বা হলেও কী পরিস্থিতিতে পড়তে হতে পারে তাঁদের, তা নিয়ে চিন্তাভাবনা চলছে সিপিএমের অন্দরে। |
|
তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত পাণ্ডুয়ার গ্রামে |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|