মাছ চাষের প্রকল্পের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
উলুবেড়িয়া মহকুমা কৃষি দফতরের নিজস্ব পুকুরে ক্ষুদ্র মৎস্য চাষ উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্য সরকারের কৃষিমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কৃষি দফতরের নিজস্ব অফিসে রাজ্য সরকারের কৃষি দফতর ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিশনার রবিয়াল হক মোল্লা, হাওড়া জেলা উপ কৃষি অধিকর্তা ধ্রুব চৌধুরী। এ দিন কৃষি দফতরের পুকুরে প্রায় ২৫০০ মাছের চারা ছাড়া হয় এবং ২০ জন মৎস্যজীবীকে মৎস্যচাষের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কৃষিমন্ত্রী বলেন, “ভবিষ্যতে রাজ্যের ৪৫০ একর জলাজমিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে।” |
সমর্থকদের মিছিল
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
প্রিয় দলের জন্মদিন উপলক্ষে গত ১ অগস্ট শেওড়াফুলি-বৈদ্যবাটি ইস্টবেঙ্গল ফ্যানস্ ক্লাবের তরফে একটি বাইক মিছিল বের করা হয়। বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল শেষ হয় শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের সামনে। রোগী এবং অন্যান্যদের হাতে ফল-মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। |
শিল্পীর জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা • আমতা |
দীর্ঘদিন রোগভোগের পর মারা গেলেন হাওড়া জেলার বিখ্যাত লোকসংস্কৃতি শিল্পী ফটিক নস্কর। গত ২ অগষ্ট আমতার বারুই গ্রামে নিজের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জেলায় ভাওয়াইয়া গান পরিবেশন করে বিখ্যাত হয়েছিলেন তিনি।
|
মঙ্গলবার সিঙ্গুর আসছেন বরুণ |
পশ্চিমবঙ্গ বিজেপি-র পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রথম বার কলকাতায় এসে সিঙ্গুরের কৃষকদের সঙ্গে দেখা করবেন বরুণ গাঁধী। সোমবার কলকাতায় আসছেন বরুণ। পর দিন মঙ্গলবার সকালে তাঁর সিঙ্গুর পৌঁছনোর কথা। সেখানে বিভিন্ন কৃষক পরিবারের সঙ্গে দেখা করে কথা বলার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “আমরা শিল্প এবং কৃষির সহাবস্থান চাই। সিঙ্গুরে দুটোর কোনওটাই হল না। সে জন্যই বরুণ সিঙ্গুরের কৃষকদের সঙ্গে কথা বলতে যাবেন।” |
উত্তরপাড়ার গ্রহরাজ পঞ্চানন মন্দিরের ৩৬ তম বাৎসরিক উৎসব উপলক্ষে ৩ অগস্ট সঙ্গীতানুষ্ঠান হল। কাঞ্চন মুখোপাধ্যায় পুরাতনী, বৈঠকী, রামপ্রসাদের গান, শ্যামাসঙ্গীত শোনান। |
সম্প্রতি ডোমজুড় ও সাঁকরাইলের কৃতী পড়ুয়াদের সম্বর্ধনা দিল এসএফআইয়ের মহিয়াড়ী লোকাল কমিটি। অনুষ্ঠানটি হয় মৌড়ি গুরুদাস হলে। |