ম্যাঞ্চেস্টারে মহানাটক দুই বন্ধুকে নিয়ে |
নিজস্ব প্রতিবেদন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত। টিমের মহাতারকা হয়েও ওয়েন রুনির নিজ-ক্লাবের প্রথম এগারোয় চরম অনিশ্চিত হয়ে পড়া। গোটা ফুটবল বিশ্ব যখন দুঁদে তারকাদের দলবদল নিয়ে উত্তাল, তখন পুরনো দুই বন্ধুকে নিয়ে এমন নাটকই চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। |
 |
|
অভিজিতের সোনার সঙ্গে আমরা বাপ-বেটাও পদক জিতলাম |
 |
দিব্যেন্দু বড়ুয়া, পোর্ট এলিজাবেথ: কমনওয়েলথ দাবায় বরাবরই আমাদের দাপট থাকে। এ বারও ব্যাতিক্রম হল না। ওপেন, জুনিয়র আর মেয়ে তিন বিভাগ মিলিয়ে ন’টা পদকের মধ্যে ভারতীয় দাবাড়ুরা আটটাই জিতে নিল। কমনওয়েলথ দাবার সঙ্গে এ বার দক্ষিণ আফ্রিকান ওপেন চেস চ্যাম্পিয়নশিপও হল। ২৯টা দেশ থেকে ন’শোর কাছাকাছি প্লেয়ার খেলল। |
|
বাগানের অনুশীলনে করিমের সঙ্গে অদৃশ্য উপস্থিতি মর্গ্যানেরও |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কী আশ্চর্য! ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান মোহনবাগানের অনুশীলনে!
বাগান কোচ করিম বেঞ্চারিফা আরও বেশি শিক্ষা নিতে এই মুহূর্তে মুম্বইয়ে। এ দেশের একমাত্র বিদেশি কোচ, যিনি
প্রো-লাইসেন্স ডিগ্রি করছেন। |
 |
|

আত্মবিশ্বাসে টগবগ করছেন সুয়োকা |
|
 |
‘আয়্যাম আফ্রিদি’ এ বার
ক্যারিবিয়ান বাইশ গজে |
|
|
|
টুকরো খবর |
|
|