ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত।
টিমের মহাতারকা হয়েও ওয়েন রুনির নিজ-ক্লাবের প্রথম এগারোয় চরম অনিশ্চিত হয়ে পড়া।
গোটা ফুটবল বিশ্ব যখন দুঁদে তারকাদের দলবদল নিয়ে উত্তাল, তখন পুরনো দুই বন্ধুকে নিয়ে এমন নাটকই চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। |
গুরু-শিষ্য: রিয়াল অনুশীলনে সহকারী কোচ জিদানের সঙ্গে
কাকা-রোনাল্ডোরা। সোমবার মাদ্রিদে। ছবি: এএফপি |
এক দিকে, রিয়াল মাদ্রিদের সিআরসেভেন। স্পেনের ক্লাবে প্রাক্ মরসুম প্র্যাক্টিসে নেমে পড়েছেন। যেখানে হাজির ছিলেন কিংবদন্তি জিনেদিন জিদানও। প্র্যাক্টিস শেষে রোনাল্ডো বলেও দিয়েছেন, “সেশন খুব ভাল হল। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কিন্তু রিয়ালে শেষ পর্যন্ত রোনাল্ডো থাকছেন তো? ব্রিটিশ মিডিয়ার খবর হচ্ছে, যে কোনও এক মহাতারকাকে সই করানোর জন্য ম্যান ইউ কোচ ডেভিড মোয়েসের হাতে ব্ল্যাঙ্ক চেক তুলে দিয়েছেন ক্লাবের সিইও এড উডওয়ার্ড। উডওর্য়াড কোথাও বলেননি রোনাল্ডোকে তুলে নেওয়ার জন্য ওই চেক তিনি মোয়েসকে দিয়েছেন। তাঁর বক্তব্য, “অত বাজেট আমাদের নেই। কিন্তু কোনও বড় ফুটবলারকে যদি মোয়েস সই করাতে চান, তা হলে অবশ্যই সেটা দেওয়া হবে।” খবর হচ্ছে, ষাট থেকে সত্তর মিলিয়ন পাউন্ড দেওয়া হচ্ছে মোয়েসকে। এবং জল্পনা হচ্ছে ওই বিশাল অঙ্ক দিয়ে রোনাল্ডোকে তাঁর পুরনো ক্লাবে ফিরিয়ে নেওয়া হবে! |
মহাতারকার নতুন অস্ত্র |
|
|
নতুন নাইকি মারকিউরিয়াল
ভেপার বুট পরে রোনাল্ডো। |
রিয়ালের প্রাক্ মরসুম অনুশীলনে
মেডিক্যাল পরীক্ষায় ব্যস্ত সিআর সেভেন। |
ছবি: টুইটার |
|
একটা সময় ম্যাঞ্চেস্টারে দাপিয়ে খেলতেন রুনি-রোনাল্ডো। সম্পর্ক ভাল ছিল, মাঠে দু’জনের পারফরম্যান্সও ছিল চোখধাঁধানো। কিন্তু কয়েক বছরের মধ্যে দু’জন যেন দুই পৃথিবীর বাসিন্দা। রোনাল্ডোকে যেখানে ফেরাতে দিন-দিন মরিয়া হয়ে উঠছে ম্যাঞ্চেস্টার, ঠিক ততটাই তারা নিস্পৃহ হয়ে পড়ছে রুনি নিয়ে! আর কেউ নন, ইউনাইটেড কোচ মোয়েসই বলছেন। অস্ট্রেলিয়ায় প্রাক্ মরসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এসে মোয়েস বলেছেন, “ম্যাঞ্চেস্টার মানে শুধু রুনি নয়। আমাকে সব ফুটবলারের কথাই ভাবতে হবে।” তা হলে ম্যান ইউয়ে রুনির ভবিষ্যৎ কতটা নিশ্চিত? এ বার মোয়েসের জবাব, “ফান পার্সি চোট পেলে তবেই ওকে দরকার পড়বে।”
মানে, পার্সি যত দিন চোট ছাড়া খেলবেন, রুনির প্রথম এগারোয় থাকা ঘোরতর অনিশ্চিত। মোয়েসের মন্তব্যের পর আবার জল্পনা চালু হয়েছে রুনি এর পর আর থাকবেন? কয়েক দিন আগেই তো জানিয়েছিলেন, মানসিক ভাবে তিনি বিপর্যস্ত। সুযোগ বুঝে রুনির জন্য আবার সওয়াল করে রেখেছেন হোসে মোরিনহো। চেলসির নতুন কোচের মন্তব্য, “রুনি বিশ্বের সেরা ফুটবলারদের একজন। আমি বরাবরই ওর ভক্ত!”
|
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মানে শুধু রুনি নয়। আমাকে সব ফুটবলারের কথাই ভাবতে হবে। রবিন ফান পার্সি চোট পেলে তবেই দলে রুনিকে দরকার পড়বে।
ডেভিড মোয়েস |
|