বন্ধুকে সাহায্য ধোনির
সংবাদসংস্থা • রাঁচি |
মহেন্দ্র সিংহ ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটের উদ্ভাবক সন্তোষ লাল দুরারোগ্য প্যানক্রিয়াটাইটিস রোগে শয্যাশায়ী। বাল্যবন্ধুর চিকিৎসার জন্য সব রকমের সাহায্য করতে এগিয়ে এসেছেন ভারত অধিনায়ক। খানিকটা তাঁর উদ্যোগেই এ দিন ঝাড়খণ্ডের প্রাক্তন রঞ্জি খেলোয়াড়কে এয়ার অ্যাম্বুলেন্স করে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হল। ধোনি আপাতত যুক্তরাষ্ট্রে ছুটি কাটালেও সেখান থেকে নিয়মিত সন্তোষের খবর নিচ্ছেন বলে জানালেন ধোনির প্রাক্তন কোচ চঞ্চল ভট্টাচার্য। ধোনি নিজেই সন্তোষকে তাঁর হেলিকপ্টার শটের উদ্ভাবক বলে থাকেন। রঞ্জিতে টিমমেট সন্তোষকে ওই শট খেলতে দেখেই নাকি ধোনি ওটা রপ্ত করেছিলেন। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সন্তোষের চিকিৎসার জন্য এ দিন ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
|
ডালমিয়ার ছেলে নতুন দায়িত্বে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাবা ক্রিকেটের দক্ষ প্রশাসক হলেও, ফুটবলের উন্নতির জন্য এগিয়ে এলেন অভিষেক ডালমিয়া। সোমবার তাঁর হাতে গুরু দায়িত্ব তুলে দিল আইএফএ। দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লিগের চেয়ারম্যান করা হল জগমোহন ডালমিয়ার ছেলেকে। নতুন দায়িত্ব পেয়ে অভিষেক বললেন, “ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা চলে না। তবে আইএফএ এখন পেশাদার হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি আরও বদলাবে।” এ দিনের সভায় ১৪টি কমিটি হয়েছে। এ দিকে মরসুমের প্রথম ডার্বি বেঙ্গল কাপের হাত ধরে হোক চান না আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। কলকাতা লিগের হাত ধরেই মরসুমের প্রথম ডার্বি করতে চান উৎপলবাবু। এ বিষয়ে তিনি ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সঙ্গেও কথা বলবেন বলে জানালেন। উৎপল গঙ্গোপাধ্যায়ের যুক্তি, “মরসুমের প্রথম ডার্বি থেকে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা আয় হয়। এই টাকা যদি আইএফএ’র হাতে আসে তবে ফুটবলের পক্ষেই তা ভাল হবে।”
|
বক্সিং চ্যাম্পিয়নশিপে হাতাহাতি-ধস্তাধ্বস্তির মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে মারা গেলেন ১৮ জন। এর মধ্যে ১২ জনই মহিলা। পূর্ব ইন্দোনেশিয়ার নাবিরে শহরের ঘটনা। বুপাতি কাপের ফাইনাল দেখতে কোটা লামা স্পোর্টস স্টেডিয়ামে রবিবার জড়ো হয়েছিলেন প্রায় হাজার দেড়েক দর্শক। বিচারকরা বিজয়ীর নাম ঘোষণা করার পরই দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। স্টেডিয়াম থেকে বেরোনোর মোটে দু’টি পথ থাকায় তাড়াহুড়োয় পদপিষ্ট হন বহু মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। হাসপাতালে ভর্তি তাঁরা।
|
সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে তিনি আসছেন। আসছেন প্রধান অতিথি হয়ে। একই দিনে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ককে বাংলার ক্রিকেটারদের ক্লাস নিতেও দেখা যেতে পারে! আগামী ২০ জুলাই সিএবি-র বার্ষিক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে আসার ব্যাপারে সম্মতি দিয়ে দিয়েছেন কপিল দেব। সিএবি আবার চাইছে, ওই একই দিনে কপিলকে দিয়ে আধ বা এক ঘণ্টার ক্লাস করাতে। যেখানে তাঁর শিক্ষার্থী হিসেবে থাকবে বাংলার অনূর্ধ্ব-১৬ ও ১৯ ক্রিকেটাররা। তবে কপিলের ফ্লাইট শিডিউল এখনও পায়নি সিএবি। সংস্থার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, “আমরা ভেবে রেখেছি এ রকম একটা ক্লাসের ব্যাপারে। তাতে জুনিয়ররা অনুপ্রেরণা পাবে। ফ্লাইট ডিটেলস এলে ব্যাপারটা চূড়ান্ত করা হবে।”
পুরনো খবর: সিএবি-র অনুষ্ঠানে কপিলকে আনার চেষ্টা
|
মিড আটলান্টিক ওপেন ক্লে কোর্ট টেনিস চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতীয় টেনিস তারকা সোমদেব দেববর্মন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৩০ নম্বর সোমদেব ফাইনালে ৬-২, ৬-০ হারান আমেরিকার রায়ান শেন-কে। কিছু দিন আগেই উইনিটকা চ্যালেঞ্জার আর এটিপি নটিংহ্যাম চ্যালেঞ্জার টুর্নামেন্টে সেমিফাইনাল থেকে ছিটকে যান সোমদেব। এ দিন যদিও রায়ানকে দাঁড়াতে দেননি তিনি।
|
ম্যাগাজিনের প্রচ্ছদে বিতর্কিত পোজ (ছবি উপরে) দেওয়ার জেরে এ বার নিজের দেশ পোল্যান্ডের একটি ধর্মীয় গোষ্ঠী থেকে বাদ দেওয়া হল অ্যাগনিয়েস্কা রাডওয়ান্সকা। ক্যাথলিক এই গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, তাঁর আচরণ ক্যাথলিক বিশ্বাসকে আঘাত করেছে।
|
গত মাসে ইকবাল কাসিম হঠাৎ নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁর জায়গায় কে আসবেন এই নিয়ে জল্পনা চলছিল পাকিস্তানের ক্রিকেট মহলে। অবশেষে সব জল্পনা মিটিয়ে প্রাক্তন পাক অধিনায়ক মইন খানকে প্রধান পাক নির্বাচকের দায়িত্বে নিয়ে আসা হল। ৪১ বছর বয়সি মইন পাক নির্বাচকদের মধ্যে কনিষ্ঠতম। প্রাক্তন কিপার-ব্যাটসম্যান এ দিন বলেছেন, “যে দেশে ক্রিকেট নিয়ে সবাই এত আবেগপ্রবণ, সেখানে এক জন নির্বাচকের কাজ সত্যিই কঠিন। তবে ২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে কী ভাবে প্রস্তুতি শুরু করব সে ব্যপারে আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার।”
|
এ বছরের আইপিএলে নিজস্ব ‘ভাংনাম’ নাচে মাতিয়েছিলেন তিনি। ভাংড়ার সঙ্গে গ্যাংনাম স্টাইলের সেই মিশেল এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে ক্যারিবিয়ান কিং ক্রিস গেইল পর্যন্ত সেটা নকল করেন। হরভজন সিংহ অবশ্য টিভিতে একটা নাচের রিয়্যালিটি শো পর্যন্ত জিতেছেন। তবে এ বার তিনি গায়কের নতুন ভূমিকায়। ‘মেরি মা’ নামে এক মিউজিক ভিডিও করছেন হরভজন। যেখানে নিজের মায়ের সঙ্গে দেখা যাবে স্পিন তারকাকে। গান গেয়েছেন নিজেই। এখন দেখার, সঙ্গীতের পিচেও সফল হতে পারেন কি না টার্বানেটর। |