সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে দেখা যেতে পারে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিলদেবকে। ২০ জুলাই ওই অনুষ্ঠানে তাঁকে আনার চেষ্টা শুরু হয়েছে বলে জানালেন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। মঙ্গলবার রাজ্য ক্রিকেট সংস্থার ওয়ার্কিং কমিটির বৈঠকের পর ডালমিয়া বলেন, অতিথি হিসেবে যাঁর আসার কথা ছিল, সেই ভগবৎ চন্দ্রশেখর অসুস্থতার জন্য আসতে পারবেন না বলে জানিয়েছেন। সেই জন্যই বিকল্প হিসেবে কপিলকে আনার চেষ্টা করা হচ্ছে। কপিলের পাশাপাশি সুনীল গাওস্করের নামও ভাবা হয়েছিল। তবে তিনি সম্ভবত আসতে পারবেন না।
অন্যদিকে, ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের ঘোষিত ক্রীড়াসূচি যে তাদের পছন্দ নয়, তা এ দিন ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ডালমিয়া বলেন, “আমাদের সঙ্গে আলোচনা করে সূচি চূড়ান্ত করেনি ওরা। আমরা যেমন চেয়েছিলাম, সেই অনুযায়ী সূচি হয়নি। সে জন্যই বদলাতে বলেছি।” বোর্ড সূত্রে জানা গিয়েছে, ম্যাচের সংখ্যা ও তারিখ নিয়ে আপত্তি রয়েছে ভারতের। ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ও নিউজিল্যান্ড সফরের শুরুর মধ্যে খুব কম দিন থাকছে বলেই বোর্ড সম্ভবত চায়, ওয়ান ডে-র সংখ্যা কমিয়ে কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করতে। যাতে নিউজিল্যান্ডে যাওয়ার আগে ক্রিকেটাররা সপ্তাহখানেকের বিশ্রাম পান। এই ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি ডালমিয়া। |