অবশেষে ঘুম ভাঙল হকি ইন্ডিয়ার। ছেঁটে ফেলা হল জাতীয় হকি দলের কোচ মাইকেল নবসকে। লন্ডন অলিম্পিকের পর সম্প্রতি ওয়ার্ল্ড হকি লিগেও ভারতের জঘন্য পারফরম্যান্সের কারণেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেয় হকি ইন্ডিয়া।
মঙ্গলবার হকি ইন্ডিয়ার সচিব নারিন্দর বাতরা বলেন, “ইতিমধ্যেই আমরা সাইকে জানিয়েছি যে, নবসের কাজে আমরা খুশি নই। সে কারণেই ওর সঙ্গে চুক্তি ভঙ্গ করেছি। নবস এখন এক মাসের নোটিশে আছেন।” নবস অবশ্য বলছেন, “আমার শরীর একেবারেই ভাল যাচ্ছে না। এই এপ্রিল-মে মাসে নেদারল্যান্ডস সফরের সময় থেকেই শারীরিক সমস্যা অনুভব করি। সে কথা আমি ‘হাই পারফরম্যান্স ম্যানেজার’ রোলান্টকে জানাই। শারীরিক সমস্যার কারণেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, ভারতের প্রাক্তন অধিনায়ক পারগত সিংহের পরামর্শেই ২০১১ সালে মোটা অঙ্কের বেতন দিয়ে প্রায় জামাই-আদরে নিয়ে আসা হয়েছিল অস্ট্রেলিয়ার মাইকেল নবসকে। পাঁচ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল হকি ইন্ডিয়া। কিন্তু নবস আসার পরও ভারতীয় হকির কোনও উন্নতি হয়নি। এ দিন হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়, নতুন কোচ খুঁজতে দুই-তিন মাস সময় লাগবে। সে সময়ে জাতীয় দলের দায়িত্ব সামলাবেন ‘হাই পারফরম্যান্স ম্যানেজার’ রোলান্ট অল্টম্যানস। |
লন্ডন অলিম্পকে ভারত যোগ্যতা অর্জন করলেও নবস ব্রিগেডের হতাশাজনক পারফরম্যান্স দেখার পর বিভিন্ন মহলেই কোচকে ছেঁটে ফেলার দাবি উঠেছিল। ধনরাজ পিল্লেই-সহ বহু প্রাক্তনই প্রকাশ্যে মাইকেল নবস ও হকি ইন্ডিয়ার বিরোধিতা শুরু করেছিলেন। এ দিন অবশ্য অজিতপাল সিংহ, জাফর ইকবালদের মতো প্রাক্তন হকি প্লেয়াররা হকি ইন্ডিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন। ১৯৭৫ সালে শেষ হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অজিতপাল সিংহ বলে দিলেন, “এই সিদ্ধান্তটা হকি ইন্ডিয়ার আরও আগে নেওয়া উচিত ছিল। লন্ডন অলিম্পিকে আমাদের স্থান ছিল সবার শেষে। এ রকম জঘন্য রেজাল্টের পরই নবসকে সরিয়ে দেওয়া উচিত ছিল।” প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক জাফর ইকবালও বলেন, “হকি ইন্ডিয়া অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নবসের কোচিংয়ে ভারতের পারফরম্যান্সের গ্রাফটা তলানিতে এসে ঠেকেছিল। কীসের জন্য তাঁকে এত দিন টানা হচ্ছিল?” এমনকী যাঁর হাত ধরে ভারতে এসেছিলেন নবস, সেই পারগত সিংহও বলেছেন, “নবসকে সরানোর সিদ্ধাম্ত একেবারে ঠিক।”
পারফরম্যান্স না থাকার কারণে এর আগেও চাকরি গিয়েছে স্পেনের জোস ব্রাসা, অস্ট্রেলিয়ার কোচ রিক চার্লসওয়ার্থ ও জার্মানির কোচ জেরার্ড রচের। |