রবিবাসরীয় ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ওয়ান ডে ম্যাচের আগে পর্যন্ত জাতীয় দলে শাহিদ আফ্রিদির প্রত্যাবর্তনের চেয়ে নিশ্চিত ভাবে বেশি টিআরপি যাচ্ছিল ওয়াঘার ওপারের ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটারকে নিয়ে সদ্য নির্মিত সিনেমা ‘আয়্যাম আফ্রিদি’র! কিন্তু সেই ছবির চিত্রনাট্যকারও বোধহয় নায়ক-ক্রিকেটারকে দিয়ে এমন অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শনের সাহস দেখাবেন না, যেটা আসল শাহিদ আফ্রিদি বাস্তবে করে দেখালেন গত রাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ওয়ান ডে-তে। |
প্রথমে দলের পাঁচ উইকেটে ৪৭ রানে ব্যাট হাতে সাত নম্বরে নেমে ৫৫ বলে ৭৭ রান। পাঁচটি ছক্কা ও হাফডজন বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৩৮.১৮। তার পরে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩-৪১ স্কোরে ২১তম ওভারে বল হাতে এসে লেগ স্পিন আর গুগলির ফাঁদে পরের সাতটা উইকেট। শেষ সাত উইকেট ৫৭ রানে হারিয়ে ২২৫ তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৯৮ অল আউট হয়ে ১২৬ রানে হেরেছে-র থেকেও তাৎপর্যের আফ্রিদির ৯-৩-১২-৭ বোলিং গড়। ওয়ান ডে-র ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। প্রথম স্পেলে টানা আট ওভার করে ৫-১০। পাঁচ ওভার পরে ফিরে এসেই সেই ওভারে ২ রানে ২ উইকেট।
‘বুম বুম’ আফ্রিদির পারফরম্যান্স আন্তর্জাতিক ওয়ান ডে-র ৪২ বছরের ইতিহাসে দ্বিতীয় সেরা। তবে ওয়ান ডে-তে ৭০০০ রান ও ৩৫০ উইকেট পাওয়ার ক্ষেত্রে আফ্রিদিই এক নম্বর। চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে তাঁর জায়গা হয়নি। সেই লোক জাতীয় দলের হয়ে আরও একটি প্রত্যাবর্তন ম্যাচে ব্যাট করতে নেমে কুঁকড়ে থাকা পাক ইনিংসে অধিনায়ক মিসবা-উল-হকের (৫২) সঙ্গে ষষ্ঠ উইকেটে ১২০ রান করেন। “বাদ পড়ার পর প্রচুর পরিশ্রম করেছি। নিজেকেই উৎসাহ দিয়েছি। তবে আমার দেশের প্রচুর মানুষ যাঁরা খারাপ সময়ে আমাকে উৎসাহিত করেছেন তাঁদেরও আজ ধন্যবাদ দিতে চাই,” বলেছেন পরিতৃপ্ত আফ্রিদি।
|
ওয়ান ডে-র সেরা তিন অলরাউন্ড পারফরম্যান্স |
• ভিভ রিচার্ডস ১১৯ রান ও ৫-৪১ বনাম নিউজিল্যান্ড (ডানেডিন ১৮ মার্চ ’৮৭)
• শাহিদ আফ্রিদি ৭৬ রান ও ৭-১২ বনাম ওয়েস্ট ইন্ডিজ (প্রভিডেন্স ১৪ জুলাই ’১৩)
• কৃষ্ণমাচারি শ্রীকান্ত ৭০ রান ও ৫-২৭ বনাম নিউজিল্যান্ড (বিশাখাপত্তনম ১০ ডিসেম্বর ’৮৮) |
|