কী আশ্চর্য! ইস্টবেঙ্গলের সদ্য প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যান মোহনবাগানের অনুশীলনে!
বাগান কোচ করিম বেঞ্চারিফা আরও বেশি শিক্ষা নিতে এই মুহূর্তে মুম্বইয়ে। এ দেশের একমাত্র বিদেশি কোচ, যিনি
|
না থেকেও যেন
ময়দানে আছেন। |
প্রো-লাইসেন্স ডিগ্রি করছেন। স্বভাবতই তাঁকে ছাড়াই নতুন মরসুমের অনুশীলন শুরু করে দিতে হল মোহনবাগানকে। তবে মরক্কান কোচের অদৃশ্য উপস্থিতি বাগানের অনুশীলনে ভালই টের পাওয়া গেল। করিমের কষা ট্রেনিং শিডিউল প্রতিটি মুহূর্তে মেনেই ঘড়ি ধরে টানা দেড় ঘণ্টা অনুশীলন করালেন সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। অনুশীলনের পর রাখঢাক না করে বললেন, “করিমের পাঠানো নির্দেশ অনুযায়ীই অনুশীলন করাচ্ছি।”
তবে আরও তাৎপর্যের, বাগানের উদ্বোধনী অনুশীলনে কিন্তু সরবে ঢুকে পড়েছিলেন মর্গ্যান! প্রাক্তন লাল-হলুদ কোচ যে ধরনের ফিটনেস ট্রেনিং মেহতাবদের গত মরসুমেও করিয়েছেন তারই ঝলক এ দিন দেখতে পাওয়া গেল সন্দীপ নন্দীদের অনুশীলনে। বাঁশি বাজামাত্র তিন-চারজন ফুটবলার মিলে ছোট ছোট গ্রুপ তৈরি করে মজাদার অনুশীলন এ দিন করাতে দেখা গেল করিম-সহকারী মৃদুলকে। মর্গ্যানের প্রাক্তন ছাত্র সন্দীপ এই অনুশীলন করার পর যেন নস্ট্যালজিক। “এই মজার ফিটনেস ট্রেনিং করতে গিয়ে আমার মর্গ্যান স্যারের কথা মনে পড়ে যাচ্ছিল। ইস্টবেঙ্গলে থাকার সময় খেলার ছলে এই ট্রেনিং করতাম। খুব মজা হত। যারা ঠিক ভাবে গ্রুপ তৈরি করতে পারত না তারা শাস্তিও পেত।” |
বাগানে প্রথম অনুশীলন কাতসুমির। ছবি: শঙ্কর নাগ দাস |
ইস্টবেঙ্গল, মহমেডানে এখনও ছুটির আমেজ। ইউনাইটেড স্পোর্টস ব্যস্ত স্পনসর জোগাড়ে। কিন্তু সবুজ-মেরুন তাঁবুতে সোমবারটা ছিল অন্য রকম। নতুন মরসুমের প্রথম দিনের অনুশীলনে সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। ফুটবলারদের নিয়ে হুল্লোড়, স্লোগান ময়দানে চেনা ছবি হলেও, বাগানে ইদানীং এমন ছবি দেখা যায়নি। আই লিগে সাসপেনশনের লজ্জা, বছরের পর বছর ট্রফি না পাওয়ার হতাশা ভুলে যেন এ দিন অকাল বসন্ত সবুজ-মেরুনে। তাও তো অনুশীলনে ছিলেন না বাগানের বটগাছ ওকোলি ওডাফা। ছিলেন না ইচে। তাঁরা এখনও শহরে এসে পৌঁছননি। অনুশীলনে একমাত্র বিদেশি হাজির ছিলেন জাপানি মিডিও কাতসুমি। তিনিই এ দিন অনুশীলনের প্রধান আর্কষণ। সমর্থকদের বল্গাহীন উচ্ছ্বাস দেখে যারপরনাই অবাক কাতসুমি। গোয়া থেকে আসা অ্যান্টনি পেরেরা, রাউলসন, আদিল খানরা তো বলেই ফেললেন, “গোয়ায় এ রকম পরিবেশ পাইনি। ওখানে ট্রফি জিতলেও ফুটবল ঘিরে এই আবেগ নেই।”
অনুশীলন শুরু হয়ে গেলেও মোহনবাগানের গোলকিপার কোচ এখনও ঠিক হয়নি। সচিব অঞ্জন মিত্র বললেন, “টাকার জোগাড় হলে গোলকিপার কোচ ঠিক হবে। এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।” করিমেরও অনুশীলনে যোগ দিতে ২৮ জুলাই। তার পরেই ওডাফাদের দুর্গাপুরে আবাসিক শিবিরের দিনস্থির হবে। |