সুভাষের তিন চালে ফকির মর্গ্যান |
|
রতন চক্রবর্তী, কলকাতা: ইটের বদলে পাটকেল! তিন গোলের বদলা পাল্টা তিন! লাল-হলুদ গ্যালারি থেকে দেখানো জুতোর জবাব বিধ্বংসী পারফরম্যান্স! ট্রেভর জেমস মর্গ্যানকে আই লিগ রিং-এর বাইরে পাঠিয়ে সুভাষ ভৌমিক যখন টিম বাসে উঠে সিগারেটে সুখটান দিচ্ছেন, তখন তাঁকে দেখে মনে হচ্ছিল, বিশ্বের সবচেয়ে তৃপ্ত মানুষ। তৃপ্তির প্রথম কারণ যদি হয় গোয়ায় মর্গ্যানের কাছে হারের বদলা, তা হলে দ্বিতীয় কারণ বাংলার ক্লাবের আই লিগ জয়ের ইচ্ছার কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া। পি কে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মর্গ্যানের তুলনা হচ্ছে শুনে মাস খানেক আগে গোয়া থেকে ফোনে কটাক্ষ করেছিলেন সুভাষ। ঝাঁঝালো মন্তব্যটা এখনও কানে বাজে। |
|
মোহন কোচের আজ তিন বাধা |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বেয়াল্লিশ দিন পরে আই লিগে ফের নামার আগে করিমের সামনে হাজির তিন বাধা। এক) অবনমনের আশঙ্কা। দুই) টোলগে-নবিদের নিরাপত্তা। তিন) সালগাওকরের হুমকি। করিমের দাবি, শুক্রবার গোয়ায় পা দিয়েই সালগাওকর ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময়ের জন্য তিনি যোগাযোগ করেছিলেন। তাতেই চটে গিয়ে মোহনবাগান কোচকে মাঠের বাইরে হুমকির ‘হলুদ কার্ড’ দেখিয়েছিলেন গোয়ার দলের কর্তারা। যার জেরে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান। চিঠির ছত্রে ছত্রে আশঙ্কা ফুটবলার এবং কোচের নিরাপত্তা ব্যাহত হওয়ার। |
|
|
‘একটা দল তো ঘাড় থেকে নামল’ |
|
প্রীতম সাহা, কলকাতা: ট্রেভর জেমস মর্গ্যানের স্বপ্নকুটিরে চাবি লাগিয়ে সোজা ড্রেসিংরুমের তালা খুলে ভিতরে ঢুকে পড়লেন তিনি। নির্বিঘ্নে। নিস্তব্ধে। চেয়ারে বসে একটা সুখটান। তার পরেই সুভাষ ভৌমিকের উক্তি, “একটা দলকে তো ঘাড় থেকে নামানো গেল।”শনিবার যুবভারতীতে সুভাষের ‘দাদাগিরি’র সামনে ধূলিসাৎ হয়ে গেল ট্রেভর জেমস মর্গ্যানের সাহেবিয়ানার রোয়াবি জেদ। যা পরিস্থিতি, তাতে ইস্টবেঙ্গলের আই লিগ জেতা তো দূরের কথা, চার্চিলের কাছে ০-৩ গোলে হেরে এখন ‘সেকেন্ড বয়ের’ গদিটাও নড়বড় করতে শুরু করে দিল। আর সুভাষের চার্চিল? বড় কোনও অঘটন না ঘটলে, আই লিগ জেতা এখন শুধু সময়ের অপেক্ষা। |
|
ম্যাচ জিতলেও সব রোগের
ওষুধ এখনও মেলেনি |
|
ধোনির বড় ইনিংস দেখা
গেল না, আক্ষেপ রাঁচির |
হার ইউনাইটেড স্পোর্টসের,
সাত গোল ডেম্পোর |
|
টুকরো খবর |
|
|