টুকরো খবর
সেরা মুহূর্ত মারিয়ার উল্লাস
মেলবোর্ন পার্কে প্রথম সপ্তাহটা শান্তিপূর্ণ হলেও স্যাম স্টোসুর ও বার্নার্ড টমিচের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা স্থানীয়দের পক্ষে হতাশার। তবে শনিবার হুয়ান দেল পোত্রো যে ভাবে অবাছাই জেরেমি চার্ডির কাছে হেরে গেল, তা অবশ্যই অবাক করল। প্রথম দুটো সেটেই মনে হচ্ছিল, ছন্দে নেই। চার্ডির এই জয়ে অ্যান্ডি মারে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ, কোয়ার্টার ফাইনালে তাকে দেল পোত্রোর বিরুদ্ধেই খেলতে হত। ফেডেরার, জকোভিচরাও সহজেই শেষ ১৬-য়। ফলে সারপ্রাইজ বলে কিছু থাকল না প্রথম সপ্তাহে। মেয়েদের ছবিটা একই রকম। প্রথম রাউন্ডে চোট পাওয়া সেরেনা যে ভাবে তৃতীয় রাউন্ডের গন্ডি পেরোল, তাতে তো সেই চোটের কথাই ভুলে যাওয়ার উপক্রম। ০-৩-এ পিছিয়ে থাকা সত্ত্বেও যে ৬-৩-এ জিতে নেয়, তার দু’দিন আগে চোট লেগেছিল, কে বলবে? তবে এখন পর্যন্ত সেরা মুহূর্ত ভেনাসকে হারিয়ে শারাপোভার উল্লাস। বহু দিন পর ও এত ভাল খেলল। তার পর এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক। মারিয়া যে ফাইনালের দিকে তাকিয়েই খেলছে, তা এই পারফম্যান্স দেখেই আন্দাজ করা যায়। আজারেঙ্কাকে সারা সপ্তাহে মাত্র এক বারই তৃতীয় সেটে খেলতে দেখলাম। এটা ভাল। মাঝে একবার করে ঝাঁকুনির প্রয়োজন হয়। আগামী সপ্তাহে আসল যুদ্ধ। অ্যান্ডি মারে কীভাবে শেষ করে, সেই দিকে তাকিয়ে রয়েছি। গ্র্যান্ড স্ল্যাম জয়ী হওয়ার চাপ সামলে নিজেকে কতটা মেলে ধরতে পারে ও, সেটাই দেখার।

ছেলের জন্যই দোষ স্বীকার আর্মস্ট্রংয়ের
পুত্র লিউকের জন্যই শেষ পর্যন্ত স্বীকারোক্তির পথে গেলেন লান্স আর্মস্ট্রং। শনিবার তাঁর বহুচর্চিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে এ কথা জানান কলঙ্কিত সাইক্লিস্ট। সারা সাক্ষাৎকারে কোথাও তাঁকে মানসিক ভাবে ভেঙে পড়তে দেখা না গেলেও এই একটি প্রসঙ্গে এসে নিজেকে আর ধরে রাখতে পারেননি এক সময়ের দাপুটে সাইক্লিং তারকা। উইনফ্রে ওপরার টক শোয়ের দ্বিতীয় পর্বে তিনি বলেন, “এক দিন আমার ছোট ছেলে লিউককে আমার হয়ে গলা ফাটাতে শুনলাম, ‘তোমরা আমার বাবাকে নিয়ে যা বলছ, তা মিথ্যা।’ তখনই আমি সিদ্ধান্ত নিই সত্যিটা ওকে জানাতে হবে, সবাইকে জানাতে হবে।”, এই কথাগুলো বলার সময়ই চোখে জল এসে যায় লান্সের। ঠোঁট কাঁপছিল তাঁর। বলেন, “আমি লিউককে বললাম, ‘আর তোমার বাবার হয়ে কথা বোলো না, কখনও না’। ওকে বোঝানোর চেষ্টা করি। লিউক বলে, ‘তুমি আমার বাবা। এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা।’ এর পর আমার দোষ স্বীকার করা ছাড়া উপায় কী?” তাঁর প্রাক্তন স্ত্রী ক্রিস্টিনও ব্যাপারটা জানতেন বলে জানান লান্স এবং তিনি নাকি বেশ কয়েক বার বারণও করেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি তিনি।

চুয়াত্তরের লজ্জা আজ মুছতে মরিয়া ক্লার্করা
কুলশেখরার দাপটে অস্ট্রেলিয়ার এক তরফা হারের পর দিনই রুদ্ধশ্বাস ম্যাচে জিতল নিউজিল্যান্ড। একদিনের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারাল ব্রেন্ডন ম্যাকালামের দল। তাও আবার ২৬ বল বাকি থাকতে। জয়ের নায়ক জেমস ফ্র্যাঙ্কলিন। তাঁর অপরাজিত ঝোড়ো ৪৭ রানের দাপটেই টানটান উত্তেজনার ম্যাচে হার প্রোটিয়াদের। আগামিকালই আবার শ্রীলঙ্কা নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২৪ ঘণ্টা আগে ৭৪ অলআউটের লজ্জা এখনও ভুলতে পারেনি মাইকেল ক্লার্কের দল। ক্লার্ক যেমন বলেছেন, “আমরা কোনও অজুহাত দিতে চাই না। যা ব্যাটিং করেছি, তার চেয়ে অনেক ভাল খেলতে হবে কাল।” অস্ট্রেলিয়া যেমন সিরিজের চতুর্থ ম্যাচ জিতে চুয়াত্তরের লজ্জা মুছতে মরিয়া, শ্রীলঙ্কা আবার সিডনিতে জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে চায়। রবিবার জিতলে অস্ট্রেলিয়া থেকে দু’বার সিরিজ জিতে ফিরবে শ্রীলঙ্কা। নাটকের মশলা কম ছিল না বোলান্ড পার্কেও। দক্ষিণ আফ্রিকা ২০৮ রানে শেষ হয়ে যাওয়ার পর ১০৫ রানে ৭ উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। শেষ দু’উইকেটে দরকার ছিল ৬৯। শেষ উইকেট জুটিতে ২২ রান তুলে ম্যাচ জেতান ফ্র্যাঙ্কলিন। ২২ রানই আসে তাঁর ব্যাট থেকে।

জয়ী মহেশ হার বোপান্নার
ভারতীয় টেনিসপ্রেমীদের জন্য শনিবারের অস্ট্রেলীয় ওপেনে ভাল ও খারাপ দু’রকম খবরই রয়েছে। ডাবলসে মহেশ ভূপতি ও ড্যানিয়েল নেস্টর তৃতীয় রাউন্ডে উঠলেও রোহন বোপান্না-রাজীব রাম জুটি দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন। মহেশরা ৬-১, ৭-৬ (৮)-এ হারালেন হানেস্কু-ক্লিজান জুটিকে। তবে বোপান্না কিছুটা হলেও ক্ষতিপূরণ করলেন সঙ্গী সু উই শিয়েকে নিয়ে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে জিতে। এ দিন অঘটন বলতে ষষ্ঠ বাছাই হুয়ান দেল পোত্রোর হার। ফেভারিটদের মধ্যে জিতেছেন সেরেনা, আজারেঙ্কা, ফেডেরার, অ্যান্ডি মারেরা। এ দিন টেনিস জীবনের দ্রুততম সার্ভ (গতি ঘণ্টায় ২০৭ কিলোমিটার) করে সার্কিটে হইচই ফেলে দেন সেরেনা।

হরভজনের চার
মূম্বই-রেলওয়েজের রঞ্জি সেমিফাইনালের চতুর্থ দিনও ভেস্তে গেল বৃষ্টির জন্য। অন্য দিকে, হরভজনের চার উইকেট সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে ফিরিয়ে আনল পঞ্জাবকে। সৌরাষ্টের দ্বিতীয় ইনিংস এ দিন শেষ হল ১৭০ রানে। জবাবে পঞ্জাব ৪৫-২। শেষ দিনে জিততে গেলে পঞ্জাবকে আরও ৩০৪ রান তুলতে হবে।

হেরে গেলেন সাইনা
মালয়েশিয়া ওপেন সুপার সিরিজ সেমিফাইনালে বিশ্বের বারো নম্বরের কাছে অপ্রত্যাশিত ভাবে হারলেন সাইনা নেহওয়াল। তাঁকে এ দিন ২২-২০, ২১-১৪ হারালেন চিনা তাইপেই-এর জু ইয়িং তাই।

আইপিএলে পানেসর
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সফলতম ইংরেজ স্পিনার মন্টি পানেসর আইপিএলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন। তাঁর কাউন্টি সাসেক্স তাঁকে আইপিএল সিক্সের নিলামের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। সাসেক্সের আর এক ক্রিকেটার ম্যাট প্রায়র এবং এসেক্সের রবি বোপারা-ও আইপিএল খেলতে পারবেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.