কার্লোস হার্নান্ডেজ আর লালকমল ভৌমিকের না থাকাটাই ডোবাল ইউনাইটেড স্পোর্টসকে!
ফিরতি লিগেও ইয়াকুবুদের বিরুদ্ধে হারতে হল র্যান্টিদের। পুণেতে ২-১’এ জয় পেল মুম্বই এফসি। পর পর তিনটি ম্যাচ জিতে লিগে কিছুটা অক্সিজেন পেয়েছিল বেগুনি-সাদারা। কিন্তু শনিবার আবার মুখ থুবড়ে পড়ল তারা। এ দিন ম্যাচের শুরু থেকে র্যান্টি, টুলুঙ্গাদের আধিপত্য থাকলেও গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল। পাশাপশি কার্লোস আর লালকমল না খেলায় ইউনাইটেড স্পোর্টসের মাঝ মাঠটা পুরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সেই সুযোগটা পুরো কাজে লাগিয়েছেন খালিদ জামিলের ছেলেরা।
প্রথমার্ধের মাঝামাঝি গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় মুম্বই এফসি। দ্বিতীয়ার্ধের শুরুতে র্যান্টির ক্রস থেকে অসাধারণ হেডে সমতা ফেরান বিনীত। কিন্তু এরপরই ইভেন্সের গোলে আবারও এগিয়ে যান ইয়াকুবুরা। ম্যাচের বাকি ৩০ মিনিট শুধুই ইউনাইটেড স্পোর্টসের গোলের সুযোগ নষ্টের প্রদর্শনী।
আই লিগের অন্য ম্যাচে মারগাওতে বড় জয় পেল ডেম্পো। ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডকে হারাল ৭-০ গোলে। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিলেন আর্মান্দো কোলোসোর ছেলেরা। এ দিন কোকো হ্যাটট্রিক করেন। এছাড়াও ক্লিফোর্ড দু’টি আর জোয়াকিম গোল করেছেন। |