ক্লিনিক্যাল ট্রায়ালে
স্বেচ্ছাচারের নালিশ রাজ্যেও |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: নিয়মের তোয়াক্কা না-করে মানবশরীরে ওষুধের প্রতিক্রিয়া পরীক্ষার অভিযোগ উঠেছে এ রাজ্যের একাধিক সরকারি- বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্যই সম্প্রতি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছে। কেন্দ্রের সমালোচনা শুনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য-কর্তারাও নড়েচড়ে বসেছেন। এবং পরিস্থিতি বিচার করে তাঁদের উপলব্ধি, ও দিকে নজরদারির বিশেষ ব্যবস্থা এখানে নেই। |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ফরেন্সিক রিপোর্ট যথাসময়ে না হলে কী করে বিচার হবে, সেই প্রশ্ন তুলল রাজ্য মহিলা কমিশন। গোটা রাজ্যের জন্য রাজ্য সরকারের মাত্র দু’টি ফরেন্সিক ল্যাবরেটরি। একটি জলপাইগুড়িতে আর অন্যটি কলকাতার বেলগাছিয়ায়। অন্যান্য জেলা থেকে মানুষের রক্ত, লালা, যৌনরস, শুক্রাণু, জামাকাপড়ের নমুনা, সব এসে জড়ো হয় এই দুই জায়গায়। |
জমছে নমুনার পাহাড়,
ধর্ষণের দ্রুত বিচার দূর অস্ত্ |
|
রাজ্যের আয় না
ক্যানসার, বড় কোনটা |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মানুষের স্বাস্থ্য আর রাজ্যের আয়ের মধ্যে কোনটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার এই প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। গুটখা থেকে রাজ্যের ভাল আয় হয়। তা ছাড়া গুটখার সঙ্গে অনেক মানুষের রুটিরুজি জড়িত। তাই গুটখা মুখের ক্যানসারের অন্যতম কারণ জানা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার ওই নেশার জিনিসটিকে নিষিদ্ধ করবে না। এ দিন হাইকোর্টে এ কথা জানিয়ে দেন রাজ্য সরকারের আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের কাছে সরকারের এই যুক্তি আদৌ গ্রহণযোগ্য মনে হয়নি। |
|
|
বাংলো নয়, হাসপাতাল
উত্তমকুমারেরই নামে |
|
দরপত্রের ওষুধে সরকারি
স্ট্যাম্প, নালিশ পুরসভার |
|
|
ওটিতে আলোর সমস্যা, ফিরে যাচ্ছেন রোগী |
|
টুকরো খবর |
|
|