উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
ধর্ষণ নিয়ে ধন্দই, পুলিশের
অনুমান শ্বাসরোধ করে খুন
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বারাসত-কাণ্ডের তদন্তে নেমে নানা প্রশ্নের জটে ঘুরপাক খাচ্ছে সিআইডি। মহিলাকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে যেমন ধন্দ রয়েছে গোয়েন্দাদের, তেমনই তাঁকে কী ভাবে খুন করা হয়েছিল, তা নিয়েও এখনও নিশ্চিত হতে পারেননি তাঁরা। এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। |
|
দুই ২৪ পরগনায় ৮টি স্কুলের ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীরা |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
হিন্দু আচার রক্ষায় তিনি ছিলেন ট্রাফিক পুলিশ |
|
শংকর: বার বার অসাবধান প্রয়োগে ‘যুগাবসান’ শব্দটি ইদানীং গুরুত্ব হারিয়েছে, না হলে বলা যেত, মুরারিমোহনের দেহাবসানে যুগাবসান হল। তিনি বলতেন, সব ধর্মে এবং সব সমাজে নিয়ম-কানুনের ট্রাফিক পুলিশ থাকে, আমাদের সনাতন ধর্ম ছাড়া। আচার-বিচার ও নিয়মের নৈরাজ্যের সুযোগে এক সময় কেউ কেউ এই সমাজকে অকারণে নিপীড়িত করেছে হয়তো। কিন্তু, এখন তার উল্টো। |
|
শ্লীলতাহানির অভিযোগে পিকনিকে সংঘর্ষ, ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: বড়দিনে মদ খাওয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে আরামবাগ মহকুমার পিকনিক স্পটগুলিতে অশান্তি এড়াতে সফল হয়েছিল পুলিশ। বর্ষবরণের দুপুরেও পুলিশের সেই তৎপরতা ছিল। তবু, পুলিশি টহলদারির ফাঁকে মদ খাওয়া এবং তার জেরে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ এড়ানো গেল না। আরামবাগ শহরের কাছেই দ্বারকেশ্বর নদীর ধারে সরকারি কৃষি খামার সংলগ্ন একটি পিকনিক স্পটে ওই সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই কিশোরীও। |
|
|
বীরশিবপুরে বন্ধ কারখানা, কাজ হারালেন ৪৯ জন কর্মী |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|