টুকরো খবর |
সিপিএম কর্মীর বাড়িতে আগুন, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সিপিএম কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল এক তৃণমূল কর্মী এবং তাঁর দলবলের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার আটপুকুর গ্রামে আজগার গুণিন নামে ওই সিপিএম কর্মীর বাড়িতে আগুন লাগে। অভিযোগ মানেনি তৃণমূল। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কয়েক দিন আগে ওই গ্রামে সিপিএমের লোকজনের মারে মীর আলি সর্দার নামে এক তৃণমূলকর্মীর মায়ের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল আজগরের বিরুদ্ধে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে আজগরের স্ত্রী সইনুর বিবির অবশ্য দাবি, তাঁর স্বামীকে ফাঁসিয়ে গ্রামছাড়া করা হয়েছে। মহিলার অভিযোগ, মীর আলি সর্দার লোকজন এনে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেন। সিপিএমের হাড়োয়া উত্তর লোকাল কমিটির সম্পাদক ভুবন মণ্ডল বলেন, “সিপিএম করার অভিযোগেই আজগড়ের বাড়ি পুড়িয়ে দিল মীর। এমন ঘটনার প্রতিবাদ হওয়া দরকার।” অভিযোগ উড়িয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ নুরুল ইসলামের দাবি, “আমাদের কেউ জড়িত নয়। আসলে এক সপ্তাহের মধ্যে দু’টি মৃত্যুর ঘটনায় জড়িয়েছে সিপিএম। অপরাধ ঢাকতে নিজেদের কর্মীর বাড়িতেই আগুন দিয়ে আমাদের ছেলেদের নাম জড়াচ্ছে।” |
সিপিএম-তৃণমূলের ঝামেলা নৈহাটিতে
নিজস্ব সংবাদদাতা • নৈহাটি |
সিপিএম সমর্থকদের পিকনিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। সোমবার, বর্ষশেষের বিকেলে বিষয়টি নিয়ে নৈহাটির ফেয়ার রোডে দু’পক্ষের মধ্যে গোলমাল হয়। থানায় হামলা-পাল্টা হামলার অভিযোগ দায়ের করে দু’পক্ষই। তবে, মঙ্গলবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলে ফেয়ার রোডে পিকনিক করছিলেন এলাকার কয়েক জন সিপিএম কর্মী-সমর্থক। তাঁদের অভিযোগ, বিকেল ৪টে নাগাদ তৃণমূলের স্থানীয় কিছু লোকজন কয়েকটি মোটর বাইক ও সাইকেলে চেপে ওই এলাকায় আসেন। তাঁরা পিকনিকে বাধা দেন বলে অভিযোগ। পিকনিকের জিনিসপত্র উল্টে ফেলে দেওয়া হয়। তৃণমূল আবার পাল্টা অভিযোগ করেছে, পিকনিকে এসে সিপিএমের কিছু ছেলে তাঁদের উদ্দেশে কটূক্তি করে। তা থেকে বচসা বাধলে সিপিএমের ছেলেরা হামলা চালায়। |
সাব ডিভিশন ক্রিকেটে জয়ী বনগাঁ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৫ সাব-ডিভিশন সাব-জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলায় চ্যাম্পিয়ন হল বনগাঁ মহকুমা। বনগাঁ স্টেডিয়ামে সোমবার তারা ৭ রানে হারিয়ে দেয় বারাসত মহকুমাকে। টসে জিতে প্রথমে ব্যাট করে বনগাঁ ৪০ ওভারে ১৭০ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন কৌস্তভ সিংহ। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ১৬৩ রানে বারাসত অল-আউট হয়ে যায়। বনগাঁর স্বপ্নময় হালদার ৯ ওভার বল করে ২০ রানে ৩টি উইকেট পান। এর আগে বনগাঁ হারিয়েছিল বসিরহাট এবং ব্যারাকপুর মহকুমাকে। জেলা চ্যাম্পিয়ন হয়ে বনগাঁ সরাসরি রাজ্য স্তরের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল। বনগাঁ দলের প্রশিক্ষক নির্মাল্য সেনগুপ্ত বলেন, “এ বার আমাদের লক্ষ্য রাজ্য চ্যাম্পিয়ন হওয়া। ছেলেরা দক্ষতা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।” |
গাছ থেকে উদ্ধার মুহুরির ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জলাশয়ের ধারে গাছ থেকে বারাসত আদালতের এক মুহুরির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার শ্বেতপুর গ্রামে। মৃতের নাম সমীর গোলদার (২২)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে সমীর নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় বল্লির বিলে মাছ ধরতে যাওয়ার সময় একটি গাছে তাঁর দেহ দড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেন। দেহটি উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন। |
তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
তৃণমূলের একটি কার্যালয়ের উদ্বোধন হল গোপালনগরে। মঙ্গলবার ওই দলীয় কার্যালয়টি উদ্বোধন করে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “এত দিন ঘর ভাড়া নিয়ে কার্যালয় চালানো হচ্ছিল। এ বার নিজস্ব ভবন হল। মানুষকে পরিষেবা দেওয়া সহজ হবে।” উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগাঁ মহকুমা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিলি করা হয়। |
সদ্যোজাতের দেহ
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে হাবরা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে বাণীপুর এলাকা থেকে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করল। পুলিশ জানায়, দেহ কোথা থেকে এল, তদন্ত করে দেখা হচ্ছে। |
চারুকলা মেলা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
টাউন হলে শেষ হল চারুকলা মেলা। মেলার আয়োজক বনগাঁ চারুকলা পর্ষদ। মেলার উদ্বোধন করেন চিত্রশিল্পী মাধব নাথ। মেলা এ বার ১৮ বছরে পড়ল। প্রায় চারশো ছবি নিয়ে প্রদর্শনী হয়েছে। |
বাগদার গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে বাগদার হেলেঞ্চা বাজারের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম অমল রায় (৩২)। বাড়ি স্থানীয় মণ্ডপঘাটা এলাকায়। তিনি অটোর যাত্রী ছিলেন। দুর্ঘটনায় জখম হন দু’জন। |
|