নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
নতুন বছরের প্রথম দিনেই উলুবেড়িয়ার একটি কারখানা থেকে কাজ হারালেন ৪৯ জন শ্রমিক-কর্মচারী।
পুঁজির অভাব এবং লোকসানের কারণ দেখিয়ে বীরশিবপুরে ‘ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার’-এ অবস্থিত ‘ডায়নামিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামে ওই বেসরকারি কারখানাটির কর্তৃপক্ষ এ দিন কারখানা বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেন গেটে।
ফলে, সমস্যায় পড়লেন ওই ৪৯ জন। বর্ষবরণের আনন্দ থেকে তাঁরা বঞ্চিত হলেন। উদ্বেগ-উৎকণ্ঠা তাঁদের মধ্যে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও দানা বেঁধেছে। কারখানাটিতে প্রতিরক্ষা দফতরের ব্যবহৃত নানা যন্ত্রাংশ তৈরি হত বলে জানা গিয়েছে।
কারখানার টেকনিক্যাল ডিরেক্টর বীরেশ্বর মিত্র বলেন, “আমাদের হাতে যথেষ্ট বরাত ছিল না। উৎপাদনকারী যন্ত্রগুলির আধুনিকীকরণের জন্যও যথেষ্ট টাকা নেই। লোকসানের ধাক্কা সামলাতে না পেরে বাধ্য হয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে, কারখানা খোলার ব্যাপারে আমরা আন্তরিক ভাবে চেষ্টা করব।” যদিও কবে নাগাদ কারখানা খুলবে, সে বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালে পশ্চিমবঙ্গ শিল্প ও পরিকাঠামো উন্নয়ন নিগম পরিচালিত ‘ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার’-এর জমি লিজ নিয়ে তৈরি হয় কারখানাটি। তার পরে একাধিকবার নানা কারণে বন্ধ হয়েছে। ২০০৬ সাল থেকে বর্তমান প্রোমোটাররা কারখানাটি চালাচ্ছিলেন।
সিটু অনুমোদিত কারখানার শ্রমিক সংগঠনের নেতা মনোরঞ্জন মাখাল বলেন, ‘‘কারখানার আর্থিক অবস্থা যে ভাল ছিল না, এটা আমরা গত এক বছর ধরেই জানতাম। আমরা কর্তৃপক্ষকে কারখানা চালাতে সব রকম সহায়তা দিয়েছি। তা সত্ত্বেও, কারখানা এ ভাবে বন্ধ হয়ে যাবে, ভাবতে পারিনি।”
শ্রমিকদের বকেয়া তিন মাসের বেতন এবং অবিলম্বে কারখানা খোলার দাবি তুলেছে ওই সংগঠন। দাবি পূরণ হয় কিনা, সেটাই দেখার। |