ক্যামেরা ও আমরা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
পড়ুয়া থেকে প্রৌঢ়। ব্যবসায়ী থেকে চিকিৎসক। তরুণী থেকে ছাপোষা অফিসযাত্রী— পাশাপাশি স্থান পেয়েছে সকলের শিল্পকর্ম। উদ্যোক্তারা বলছেন, নিছক প্রদর্শনী নয়। আসলে ‘চোখের আরাম’। মানুষের দৈনন্দিন জীবন থেকে বণ্যপ্রাণ কী নেই এখানে! প্রদর্শনীর নাম ‘ক্যামেরা ও আমরা’। গত বৃহস্পতিবার থেকে হুগলির শ্রীরামপুরে কেএমশা স্ট্রিটের একটি প্রেক্ষাগৃহে শুরু হয়েছে এই আলোকচিত্র প্রদর্শনী। আয়োজক শ্রীরামপুর ফটো ফোকাস নামে একটি সংগঠন। এ বার দ্বিতীয় বর্ষ। উদ্বোধন করেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। চিত্রগ্রাহক হিসাবেও নামডাক আছে তাঁর। প্রথম দিন থেকেই বহু মানুষ ভিড় জমিয়েছেন ক্যামেরার কারিকুরি দেখতে। মঙ্গলবারই শেষ হয়েছে প্রদর্শনী। উদ্যোক্তারা জানালেন, গোটা জেলা থেকে ৮৭৭টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে প্রাথমিক ভাবে ১৯০টি ছবি বাছাই করা হয়। সেগুলির মধ্য থেকে ৯০টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। পড়ুয়া, সাধারণ এবং সংগঠনের সদস্যদের জন্য আলাদা তিনটি বিভাগে প্রদর্শনী চলছে। তিনটি বিভাগে সেরা ৩টি ছবি বাছাই করা হয়েছে। |
ধর্ষণের অভিযোগে উত্তরপাড়ায় ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ হুগলির উত্তরপাড়া থানার মাখলা স্টেশন বাজারে বাবার দোকানের পিছনে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিল বছর ষোলোর ওই মেয়েটি। তার পরিবারের অভিযোগ, রঘুনাথপুর লোহারপুলের বাসিন্দা এক যুবক সে সময়ে তাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে অত্যাচার চালায়। মেয়েটির বাড়ি স্থানীয় টিএন মুখার্জি রোডে। মঙ্গলবার মেয়েটির মা উত্তরপাড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক এবং কিশোরী দু’জনেরই ডাক্তারি পরীক্ষা করানো হয়। যুবকটিকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মেয়েটির ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |