পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া নয়, নামছে ইন্ডিয়ান ইলেভেন |
|
গৌতম ভট্টাচার্য, বেঙ্গালুরু: কোনটা বেশি আজগুবি? সচিন তেন্ডুলকরের তেইশ বছর ধরে ক্রিকেট খেলে যাওয়া? না কি আজকের দিনটা এসে উপস্থিত হওয়া, যে দিন ভারতীয় বোর্ডের মঞ্চে প্রকাশ্য বলে দেওয়া হবেসচিন নিয়ে কোনও প্রশ্ন বরদাস্ত করা হবে না?
ক্রিকেটমহলের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে পরেরটা। কেউ ভাবতেই পারছেন না সত্যি এমন হতে পারে। মহেন্দ্র সিংহ ধোনির সাংবাদিক সম্মেলন চিন্নাস্বামীতে শুরু হওয়ার আগে বোর্ডের মুখপাত্র যে এমন পূর্বশর্ত দিয়ে দিতে পারেন, ক্যাপ্টেনকে যে প্রশ্ন করার, সব কালকের ম্যাচের ওপর। |
|
সচিনের জীবনে চাই নতুন প্রেম |
ইমরান খান: ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধের সমস্যা হল এত দিন পরে পরে খেলা হয় যে প্রতিটা ম্যাচে জিততেই হবে, এমন একটা চাপ তৈরি হয়ে যায়। দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা বাড়লে চাপটা কমবে। তাতে দু’টো টিমেরই উপকার। এই মুহূর্তে অবশ্য আলোচনার একটাই বিষয়বস্তু, সচিন তেন্ডুলকরের ওয়ান ডে অবসর।
প্রেম ভোলা সব সময় খুব কঠিন কাজ। ভোলার একমাত্র উপায়, তার থেকেও তীব্র, তার থেকেও বেশি অবেগঘন একটা নতুন প্রেমে পড়া! |
|
|
স্পিনার কমিয়ে বাড়তি পেসার খেলাও ধোনি |
|
সৌরভ গঙ্গোপাধ্যায়: পাঁচ বছর দু’দেশের মধ্যে সিরিজ বন্ধ থাকার পর পাকিস্তান এমন একটা সময়ে ভারত সফরে এসেছে যখন শেষ বারো মাসে ভারতীয় ক্রিকেটে অনেক ঘটনা ঘটে গিয়েছে। দ্রাবিড়-লক্ষ্মণ অবসর নেওয়ার পর সদ্য-সদ্য সচিন একদিনের ম্যাচ থেকে অবসর নেওয়ায় এই সিরিজ ঘিরে আরও বেশি উত্তেজনা তৈরি হবে। আমি সিরিজটাকে চূড়ান্ত আগ্রহ নিয়ে দেখব। খুঁজে বার করার চেষ্টা করব, ভবিষ্যতে কোন ভারতীয় ক্রিকেটার জাতীয় দল এবং পতাকা বহন করতে পারে। |
|
|
|
|
|
ডার্বি ম্যাচের রিপ্লে চাইল বাগান |
|
টুকরো খবর |
|
|