পুরনো সময়ে ফিরতে পারে কলকাতা লিগ। সব কিছু ঠিকঠাক চললে ২০১৩-১৪ মরসুমের লিগ শুরু হবে জুলাইয়ের মাঝামাঝি। সঙ্গে থাকবে পেশাদার পরিচালন ব্যবস্থা। কলকাতা লিগের ফর্ম্যাট বদলের জন্য সোমবার আইএফএ-র কোর কমিটির প্রথম বৈঠকে এই বিষয়েই একপ্রস্থ আলোচনা হয়েছে। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় সভার শেষে বলেন, “কলকাতা লিগকে আকর্ষণীয় করা জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে। সব দিক খতিয়ে দেখছি। আলোচনা চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত তারপরে।” বিগত কয়েক বছরে আই লিগের সঙ্গে কলকাতা লিগ চালাতে গিয়ে ল্যাজে-গোবরে হতে হয়েছে আইএফএ-কে। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় তাই চাইছেন, ম্যাচ কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিগ শেষ করতে। সোমবারের বৈঠকে ১৭ টি ক্লাব জোটের প্রতিনিধি ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, মানস ভট্টাচার্য এবং সুমিত মুখোপাধ্যায়। ক্লাব জোটের তরফে প্রস্তাব দেওয়া হয়, জুলাইয়ের মাঝামাঝি লিগ শুরু হোক ১৭ দলের মধ্যে। সেখান থেকে বাছাই ন’টি দল খেলুক আই লিগের তিন দলের সঙ্গে।
|
টিকিট-জট কাটাতে শেষ পর্যন্ত অনলাইনের রাস্তা বেছে নিস সিএবি। আসন্ন ভারত-পাক ম্যাচে কাউন্টার থেকে টিকিট বিক্রি হচ্ছে না সাধারণের জন্য। সিএবি অনুমোদিত সংস্থা, সদস্যদের দিয়ে খুব অল্পই টিকিট পড়ে ছিল সাধারণের জন্য। তিন থেকে সাড়ে তিন হাজারের মতো। তা ছাড়া হচ্ছে অনলাইনে। বিদেশে টিকিট বিক্রির রীতি মেনে। কিন্তু হঠাৎ অনলাইনে টিকিট বিক্রি কেন? সিএবি কর্তারা জানাচ্ছেন, লটারির মাধ্যমে প্রথমে এই সাড়ে তিন হাজার টিকিট ছাড়ার কথা ঠিক ছিল। কিন্তু রাজ্য ক্রীড়াদফতরের সাহায্য না পাওয়ায় সেটা করা যাচ্ছে না। শেষে ভাবা হয়, কড়া নিরাপত্তা রেখে কাউন্টার থেকেই ওই টিকিট ছাড়া হবে। কিন্তু তাতেও গণ্ডগোলের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যেহেতু ৩ জানুয়ারির ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার চেয়ে অনলাইনে টিকিট বিক্রি করা গেলে ঝামেলার আশঙ্কা নেই। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “আইপিএলেও অনলাইনে টিকিট বিক্রি হয়। আন্তর্জাতিক ম্যাচেও হয়।” কিন্তু যাঁরা প্রযুক্তির সঙ্গে অতটাও সাবলীল নন, তাঁদের ক্ষেত্রে কী হবে? বিশ্বরূপের উত্তর, “আমাদের উপায় নেই। কাউন্টার থেকে বিক্রি করলে ঝামেলার আশঙ্কা ছিল।” ম্যাচ শেষে সিএবি-র অনুষ্ঠানে আনন্দশঙ্করের ট্রুপের অনুষ্ঠান থাকছে। ইডেনের পিচও পুলিশি প্রহরায় চলে যাচ্ছে ম্যাচের পাঁচ দিন আগে থেকে।
|
সাত দিন ধরে তরাইয়ের গয়াগঙ্গা এলাকায় বসছে উত্তর পূর্ব ভারতের ক্যারাটে ক্যাম্প। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি অবধি ক্যাম্প চলবে। ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যারাটে-ডু’র তরফে ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে ক্যাম্প ইনচার্জ মৃত্যুঞ্জয় চর্তুবেদি জানান।
|
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ আন্তঃস্কুল ফুটবলের আসর মহীন্দ্রা ইয়ুথ ফুটবল চ্যালেঞ্জ কাপ। গতবারের চ্যাম্পিয়ন পান্ডুয়া হাইস্কুল-সহ ৩২ টি বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।
|
দক্ষিণ কলকাতা সেবাশ্রম আয়োজিত টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে সেরা কুশল দাস, প্রিয়াকশি রায়, সৌম্যদীপ চক্রবর্তী, ব্রততী নন্দন। |