উত্তরবঙ্গ |
ফেরত গেল রাস্তা তৈরির জন্য সাংসদ কোটার টাকা |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: রাস্তা তৈরির জন্য গ্রাম পঞ্চায়েতকে সাংসদ কোটার অর্থ দেওয়ার পরে সেই টাকা তুলে নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিনোদপুর গ্রাম পঞ্চায়েতে ব্যপক ভাঙচুর চালিয়েছে। শুক্রবার দুপুর ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে। গ্রামপঞ্চায়েত অফিসে ভাঙচুরের খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “পঞ্চায়েতে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। পুলিশ পৌঁছনোর আগেই হামলাকারীরা সবাই পালিয়ে গিয়েছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হল দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম. গঙ্গারামপুরে দলের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস সহ ৫৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলা মিথ্যে অভিযোগের ভিত্তিতে হয়েছে দাবি জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএম। শুক্রবার বিকেলে বালুরঘাটে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সিপিএমের জেলা সম্পাদক মানবেশ চৌধুরী অভিযোগ করেন, “তৃণমূলের কথায় পুলিশ সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। অথচ সিপিএম থেকে দায়ের করা অভিযোগের তদন্তে পুলিশের তরফে সাড়া মিলছে না।” |
পুলিশি পক্ষপাত,
নালিশ বামেদের |
|
দুই সন্তানকে খুন, ধৃত বাবা |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
রায় বিরুদ্ধে গেলেই
ফের জটে জিটিএ |
নিজস্ব প্রতিবেদন: গোর্খা জনমুক্তি মোর্চা দার্জিলিং পাহাড়ে এখনই শাসনভার পাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হল। ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ) গঠনকে চ্যালেঞ্জ করে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের (ডিজিএইচসি) প্রধান সুবাস ঘিসিং কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন, সেই মামলার শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়ে দেন, যদি এই মামলার রায় সরকারের বিরুদ্ধে যায়, তা হলে জিটিএ-নির্বাচন এবং ফল ঘোষণা অবৈধ হয়ে যাবে। |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপরে হামলা চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের পুলিশ ধরেছে। তাঁদের মধ্যে ৮ জন পাশের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নৈশ প্রহরী এবং একজন এলাকার বাসিন্দা। নৈশ প্রহরীরাও কলেজ লাগোয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। |
এক ছুরিকাহত ছাত্র
ভর্তি নার্সিংহোমে,
৮ নৈশপ্রহরী-সহ ধৃত ১০ |
|
অভিযোগ নেয়নি থানা, অফিসারের শাস্তি দাবি |
|
টুকরো খবর |
সংস্কৃতি যেখানে যেমন |
|
|