|
|
|
|
বদলে গেল কি বর্ষার ‘রুটিন’, প্রশ্ন সেটাই |
দেবদূত ঘোষঠাকুর ও কুন্তক চট্টোপাধ্যায়, কলকাতা: বর্ষা বললেই আম বাঙালির মনে আষাঢ়-শ্রাবণের অঝোর ধারা।
কিন্তু গত কয়েক বছরের পর্যবেক্ষণ বলছে, আষাঢ় তো দূর অস্ৎ, শ্রাবণেও ভারী বর্ষার দেখা নেই। খনার বচনে আছে,
‘আষাঢ়ের পঞ্চ দিনে, রোপণ করে ধানে।’ আষাঢ়ের গোড়াতেই ধান রোপণের সেই সময়সূচি মেনেই কৃষিজীবীরা এ যাবৎ
চলে এসেছেন। কিন্তু এ বছর শ্রাবণেও আমনের বীজতলা তৈরি করতে পারেননি অনেকে। |
|
পরম ‘মমতা’য় সাজছে ইকো-পার্ক |
অশোক সেনগুপ্ত, কলকাতা: মহুয়া, কুর্চি, কনকচাঁপা, পারুল কলকাতায় বিরল হয়ে যাওয়া এ সব গাছের পুনর্বাসনকেন্দ্র বলা যেতে পারে। শহরের ঢিল ছোড়া দূরত্বে। কেবল এ সব গাছই নয়, রবীন্দ্রসাহিত্যে উল্লেখ রয়েছে, এমন হরেক রকমের কয়েক হাজার গাছ থাকবে সেখানে। উদ্যানের নাম তাই রাখা হয়েছে ‘রবি-অরণ্য’। ছাতিম থেকে অমলতাস, বট-অশ্বত্থ-অশোক-আম-আমড়া এ সব নিয়ে সেজে উঠছে এই বন। আর এটিকে ঘিরে চলছে এক বিরাট কর্মযজ্ঞ। ৪৮০ একর এলাকায় তৈরি হচ্ছে ইকো-পার্ক। |
|
|
হুমকিতে ঘরছাড়া বিজেপি নেতা, থানায় নালিশ |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|