বর্ধমান |
ক্লাস হয়ে গেল
চার মাস, এখনও
মেলেনি সব বই |
সৌমেন দত্ত, কাটোয়া: ক্লাস শুরু হয়ে গিয়েছে প্রায় চার মাস আগে। দিন কয়েক পরেই জেলার স্কুলগুলিতে শুরু হবে দ্বিতীয় ইউনিট টেস্ট। কিন্তু জেলার অনেক স্কুলে এখনও সরকারি পাঠ্যপুস্তক পৌঁছয়নি। যার ফলে অসুবিধায় পড়েছে বহু পড়ুয়া। বই কেন পাওয়া যাচ্ছে না, পড়ুয়া ও অভিভাবকদের এই প্রশ্নে জর্জরিত হচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। সর্বশিক্ষা দফতর সূত্রে অবশ্য জানা যায়, কত বই প্রয়োজন, সে ব্যাপারে যে সব জেলা ভুল হিসেব পাঠিয়েছিল, তারা এই সমস্যায় পড়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও মঙ্গলকোট: ফের এক ভাগচাষির আত্মহত্যার ঘটনায় ঝড়বৃষ্টিতে ধান নষ্টের অভিযোগ উঠল। যদিও স্থানীয় সূত্রের খবর, ঘটনার পিছনে বিবাহ-বহির্ভূত সম্পর্কও থাকতে পারে।
মঙ্গলবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মঙ্গলকোটের মাজিগ্রামের বাসিন্দা নাড়ু মাঝির (২৫)। পরিবার সূত্রের খবর, গত ১৫ এপ্রিল দুপুরে মাঠ থেকে ফিরে তিনি কড়িকাঠে গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন। কিন্তু গামছাটি ছিঁড়ে যাওয়ায় তৎক্ষণাৎ মৃত্যু হয়নি। স্থানীয় সিঙ্গত স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে ভর্তি করানো হয়। |
যুবকের অপমৃত্যুতে
ফের উঠল চাষে
ক্ষতির অভিযোগ |
|
তৈরির পরেই বেহাল রাস্তা, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
মিলছে না ট্যাঙ্কের জলও, গরমে সমস্যায় সালানপুর |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: গরম পড়তেই যথারীতি জলসঙ্কট শুরু হয়েছে সালানপুর ব্লকের নানা গ্রামে। এলাকার পুকুর শুকিয়ে কাঠ। গভীর নলকূপেও জল নেই। এমন অবস্থায় গ্রামগুলিতে ট্যাঙ্কে করে জল সরবারহ করার কথা ব্লক প্রশাসনের। কিন্তু তা-ও মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের। প্রশাসনের কর্তারা এ ব্যাপারে শুকনো আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেননি। ব্লক প্রশাসনের দাবি, পর্যাপ্ত টাকা না আসায় জল সরবরাহে অসুবিধা হচ্ছে। |
|
আছেন, তবে প্রায় অশরীরী |
সুব্রত সীট: না দেখলে লোকে ভুল যায়।
কথাই আছে, ‘চোখের বাইরে মানে মনেরও বাইরে’।
অথচ পার্টি অফিসে গেলে যদি বা এক কাউন্সিলরের দেখা মেলে, অন্য জনকে গত পাঁচ বছরে দেখেছেন বলে মনেই করতে পারছেন না অনেকে।
দ্বিতীয় জন, ১৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর গগনচন্দ্র ঘোষ পুরসভার চেয়ারম্যান। আইনজীবী মানুষ। থার মারপ্যাঁচে নানা প্যাঁচপয়জার কষতে পারেন। তিনি যে ‘ডুমুরের ফুল’ এ হেন অভিযোগ শুনেই ঝটিতি জবাব, “কতটা উন্নয়ন করেছি সেটাই আসল।” |
|
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|