টুকরো খবর |
বিজ্ঞপ্তি প্রত্যাহার, আজ খুলছে স্কুল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বার্নপুরের ইংরাজি মাধ্যম স্কুলের অচলাবস্থা কাটতে চলেছে। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানান, আজ, বুধবার থেকে স্কুলে পঠন-পাঠন শুরু হবে। সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে সারদা বিজ্ঞপ্তি জারি করেছিলেন, নিরাপত্তার কারণে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্নপুরের ওই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র নিখিল অগ্রবালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। মৃতের পরিবারের তরফে হিরাপুর থানায় অভিযোগ করা হয়, অধ্যক্ষের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছে সে। অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে পড়ুয়া ও অভিভাবকেরা বিক্ষোভ দেখান। শুক্রবার বার্নপুরের ত্রিবেণী মোড়ের কাছে প্রায় সাত ঘণ্টা বার্নপুর রোড অবরোধ করা হয়। স্কুলের অচলাবস্থা কাটানোর জন্য অভিভাবকেরা একটি মঞ্চ বানিয়ে বিভিন্ন স্তরে আবেদন জানান। সোমবার বার্নপুরে একটি সভাও করেন তাঁরা। সহপাঠীরা মোমবাতি মিছিল করে। ছাত্র, অভিভাবক ও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়, পঠন-পাঠন যাতে নির্বিঘ্নে চলে, তার জন্য স্কুল কর্তৃপক্ষকে সব রকমের সহযোগিতা করা হবে। অভিযুক্ত অধ্যক্ষের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
|
দুর্গাপুরে বাতানুকূল বাসের ভাবনা মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
নিজস্ব চিত্র। |
গরমে যাত্রীদের সুবিধার জন্য দুর্গাপুর শহরে বাতানুকূল সরকারি বাস চালানোর ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। মঙ্গলবার রাজবাঁধে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে এ কথা জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তিনি ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক, কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ। হাসপাতালের কর্ণধার আরএন মজুমদার জানান, আসানসোলে তাঁরা একটি মেডিক্যাল কলেজ খুলতে আগ্রহী। মন্ত্রী মলয়বাবু সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে মদনবাবু জানান, বাতানুকূল বাস চালু হয়ে গেলে যাতায়াতে সুবিধা হবে। সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী বলেন, এমন উদ্যোগ যদি বাস্তবায়িত হয়, খুবই ভাল। তবে অতীতে আমরাও জেএনএনইউআরএম প্রকল্পে বেশ কিছু বাস চালু করেছিলাম। পরে বিভিন্ন কারণে তা বন্ধ করে দেওয়া হয়।
|
কয়লা বোঝাইয়ের সময়ে বাধা, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
কোলিয়ারি ডিপো থেকে পিকআপ ভ্যানে কয়লা বোঝাই করার সময় তা আটক করেছিলেন এজেন্ট। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সপরিবার কোলিয়ারির ভূগর্ভে নামার ডুলিতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দা রামু ভকত। দুপুরে কর্তৃপক্ষের আশ্বাসে ডুলি থেকে নেমে যান তাঁরা। রামুর অভিযোগ, খনি কর্মীদের বাড়ি জ্বালানির কয়লা পৌঁছে দিতে সোমবার বিকেলে একটি পিক-আপ ভ্যান তিনি ভাড়া করে এনেছিলেন। কোনও নথিপত্র না দেখেই ভ্যানটি আটক করে রাখা হয়। সে দিন সন্ধ্যায় কোলিয়ারির এজেন্ট এ পান্ডেও নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানিয়েছিলেন, ডিপো থেকে কয়লা পাচারের জন্য নিয়ে আসা একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পরে মঙ্গলবার দুপুর ২টা নাগাদ আবার ওই এজেন্ট লিখিতভাবে জানিয়ে দেন, তদন্ত করে তাঁরা দেখেছেন, ৬ খনিকর্মীর বাড়িতে জ্বালানির কয়লা পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন রামু ভকত। এর পরে বিক্ষোভ থামে।
|
কয়লা বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অভিযান চালিয়ে মদনপুর অঞ্চলের একটি গুল কারখানা থেকে প্রায় দশ টন অবৈধ কয়লা-সহ একটি লরি বাজেয়াপ্ত করল বারাবনির পুলিশ। এ ছাড়া মজুত করে রাখা ২৫ টন কয়লাও বাজেয়াপ্ত করা হয়েছে। কারখানার দুই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানায় পুলিশ।
|
প্রৌঢ়ের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মঙ্গলবার দুপুরে দুর্গাপুর স্টেশনের কাছে তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাধব বাউরি (৫৭)। বাড়ি কোকওভেন থানা এলাকার বিহারপুরে। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
অনূর্ধ্ব ১৭ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেট লিগে মঙ্গলবারের খেলায় বিজয়ী হল ক্লাব স্যান্টোস। ডিসিসি মাঠের খেলায় তারা ২২ রানে ডিএম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে হারায়। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ক্লাব স্যান্টোস। জবাবে ব্যাট করতে নেমে ১০৪ রানেই ডিএম বিবেকানন্দের ইনিংস শেষ হয়ে যায়। বিজিত দলের সৌরভ সিংহ ১৮ রানে ৩টি উইকেট নেন।
|
নৈশ ক্রিকেট প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া রেলপাড় এমবিবিএস ক্লাব ও জে নিউবোর যৌথ উদ্যোগে আয়োজিত নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এইচএনওয়াইসিসি। স্থানীয় মাঠের ফাইনালে তারা নিঘা কোম্পানি ক্লাবকে ৪৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে এইচএনওয়াইসিসি ৬৯ রান তোলে। জবাবে নিঘা ২২ রানেই সব উইকেট হারায়। ফাইনালের সেরা বিজয়ী দলের মহম্মদ সামির।
|
পথ দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র। |
পথ দুর্ঘটনায় জখম হলেন এক যুবক। মঙ্গলবার অন্ডাল মোড়ে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি তিনটি বাইকে তিন জন আসছিলেন। হঠাৎ একটি বাইক ডাম্পারের তলায় ঢুকে গেলে গুরুতর জখম হন ওই যুবক।
|
বর্ষবরণ |
আসানসোল মহীশিলা সঞ্চয়ন পাঠাগারে আয়োজিত হল বর্ষবরণ উৎসব। অনুষ্ঠানে আবৃত্তি, শ্রুতি নাটক, হাস্য কৌতুক, স্বরচিত কবিতা পাঠ করেন স্থানীয় কবি শিল্পীরা। সব থেকে আকর্ষণীয় হল দুই শিশু শিল্পী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়, বিশ্রুতি মিত্রের ছড়া পরিবেশনা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ মিত্র।
|
শেষ হল বইমেলা |
সম্প্রতি মাইথনে শেষ হল প্রথম বইমেলা। স্থানীয় ডিভিসি কর্মচারী সঙ্ঘ ময়দানে মেলাটি হয়। রবিবার তা শেষ হয়েছে।
|
কোথায় কী |
কাঁকসা
চব্বিশ প্রহর উপলক্ষে কীর্তন। ত্রিলোক চন্দ্র পুর। রাত্রি ৮টা।
দুর্গাপুর
অনূর্ধ্ব ১৭ সুপার লিগ ক্রিকেট প্রতিযোগিতা। ডিসিসি মাঠ। সকাল পৌনে ৯ টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল ও খেলোয়াড়দের নথিভুক্তকরণ। সংস্থার কার্যালয়। |
|